আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম নির্বাচন ঘিরে উৎসবমুখর বাসাইল পৌরসভা

আগামী ১৮ মে নবগঠিত বাসাইল পৌরসভার প্রথম নিবার্চন অনুষ্ঠিত হবে।
বেলা ২টা থেকে রাত ৮টা পযর্ন্ত নিবার্চনী প্রচারণার নিয়ম থাকলেও সকাল থেকে গভীর রাত অবধি কোন ফুরসত নেই প্রার্থী ও সমর্থকদের। তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচারণা চালাচ্ছেন।
ভোটাররা বলছেন, সৎ, যোগ্য এবং যাকে সবসময় পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন।
বাসাইল পৌরসভা ৯টি ওয়ার্ডের ১৪ হাজার ৩২৯ জন ভোটারের মধ্যে পুরুষ ৬ হাজার ৮৫১ জন এবং নারী ৭ হাজার ৪৭৮ জন।
এই নিবার্চনে মেয়র পদে লড়ছেন ৬ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৩টি পদে ১০ জন এবং কাউন্সিলরের ৯টি পদে ৪০ জন প্রতিদ্বন্ধী নিবার্চনে অংশ নিচ্ছেন।
মেয়র পদে লড়ছেন- আওয়ামী লীগ সমর্থিত ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান খান আপেল, বিএনপি সমর্থিত ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল করিম অটল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান (স্বতন্ত্র), উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ওহিদুল ইসলাম মোস্তফা কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত রাহাত হাসান টিপু আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন খান মাখন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.