আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপা

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... কাঁঠালী চাঁপা কোথা যাচ্ছো প্রিয়া খুলে দাও তোমার চুলের কাটা, চুল খুলে হবে কালো মেঘ ছুঁয়ে যাবে আমার হ্নদয়ের আবেগ। ঢঙের কথা রঙ্গেতে বলে লাজ নেই যেনো চোখে, ঐ সব আবেগে কি মন ভিজে যা তো সরে পথ থেকে। আহা আহা রাগিস কেনো আমি কি তোর দূরের কেহো! চন্ঞল পায়ে পড় না নুপুর বাজবে তা সকাল দূপুর। আহা মরি মরি ধুত্তরি এতো সহজে পাইবে বুঝি, সহজে তোমায় দিচ্ছি না মন হোও না আগে মনের মতন। চাঁপা তবে তাই হোক দিলাম এবার পূর্ণ মনোযোগ, জানিস প্রিয়া তোরে ছাড়া সারবে না অধমের মনের জ্বালা। জ্বলনের কি দেখেছো তুমি? পুড়ে পুড়ে হোও না খাঁটি, যদি পেতে চাও চম্পাবতী প্রতিক্ষায় থাকো না মজনু মতি। হাহাহা উচ্চ হাসিতে করিয়া প্রস্থান চোরা চোখে ঘাড় বাকাইয়া দেখে অবস্থান, বেনী দুলাইয়া চন্ঞল চপল চাঁপা হাত নাড়াইয়া বলে যাতো যা না। রইলো পড়ি চাঁপার সুরভি পাই না তো ছোঁয়া তার মাধুরী, প্রতিক্ষার প্রহর বাড়িল অধিক চাঁপার পথের আমি যে পথিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।