আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপা রানী হত্যা মামলা চাঞ্চল্যকর হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত



ফরিদপুরে চাঁপা রানী ভৌমিক হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে তদারকির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ মামলার প্রধান আসামি দেবাশীষকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এদিকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া নিহত চাঁপা রানীর বাড়ি পরিদর্শন করতে আজ বুধবার ফরিদপুরের মধুখালীতে আসছেন। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত ২৬ অক্টোবর চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেলে চাপা দেন বখাটে দেবাশীষ সাহা রনি। ফরিদপুর চিনিকলের কর্মচারী চাঁপা রানী ওই দিন বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে জানান, জেলা প্রশাসন গত সোমবার মামলাটিকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মামলাটি যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো যায়, সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। দেবাশীষকে জিজ্ঞাসাবাদ চলছে: দেবাশীষকে তিন দিনের রিমান্ডে নিয়ে গত সোমবার জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাকে প্রথমে ফরিদপুর কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার রাতে তাকে মধুখালী থানায় নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী এ কথা জানান। ছয়জনের জামিন মঞ্জুর: চাঁপা রানী হত্যা মামলায় দেবাশীষকে গ্রেপ্তারের আগে পুলিশ তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলিয়ে যে ছয়জনকে গ্রেপ্তার করেছিল, তাঁদের জামিন দিয়েছেন আদালত। গতকাল ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত তাঁদের জামিন দেন। ২৯ অক্টোবর ওই ছয়জনকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন। জামিন পাওয়া আসামিরা হলেন গোপাল সাহা (৫৮), শোভন ভট্টাচার্য (২৩), শ্যামল সাহা (২১), সাইফুল ইসলাম (২০), মো. আবুল হাসান (২২) ও জয়দেব রায় (৩৬)।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির প্রথম আলোকে জানান, দেবাশীষকে ধরতে চাপ দেওয়ার জন্যই ওই ছয়জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। অনুদান ঘোষণা: নিহত চাঁপা রানীর চার মেয়ের লেখাপড়ার খরচ বাবদ মাথাপিছু এক লাখ করে মোট চার লাখ টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেছে জনতা ব্যাংক। সূত্র: প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।