আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ রাতে'র চাঁপা কান্না.................

বাংলা আমার...................

নিঃসঙ্গ রাত ভরা পূর্নীমা তাঁরা জ্বলে দুর গগোনে একাকি রাত্রী বসে ভাবি হায় ! কিছু কি হারালো এ লগনে। নিঃশব্দের চাঁপা কান্না গুমরে গুমরে কাঁদে ঘুমহীন চোখ শুন্য দৃষ্টি আটকে গেলো কি ফাঁদে মাঝে মাঝে ঐ আসমান থেকে ঝড়ে পরে কিছু তাঁরা ওরা ও কি তবে আমার মতোই একাকি ছন্ন-ছাড়া। কষ্টের গায়ে নীল জামা আর সুখ পরে আছে লাল বস্রহীন এই রাতের কষ্ট বয়ে চলে মহাকাল। অসীম শুন্যতা বয়ে নিয়ে চলে রাত প্রহরী একা ভরা জোঁছনায় চাঁদ টাকে ঐ মনে হয় যেনো বাঁকা। নির্ঘুম রাত জ্বলে জোঁনাকি ঝি ঝি পোঁকা ডাকে শুনি পূর্নীমা ভরা মাঝ রাতে তবু স্বপ্নের জাল বুনি। । _________________________ __________________ ___________ স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু ১৯' ফেব্রুয়ারী-২০১০ইং বনশ্রী, রামপুরা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।