ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা ছোটবেলায় আমাদের বাসার পাশে এক বৌদির উঠোনে কাঁঠাল চাঁপা ফুল ফুটত , আমি সেই ফুল চুরি করে এনে আমার পড়ার টেবিলে রেখে রেখে দিতাম , কাঁঠাল চাপার ঘ্রানে আমি মাতাল হয়ে যেতাম , আমার শিমুল আপু খুব বকা দিতো আমাকে , বলতো চুরি করে আনা ফুল পড়ার টেবিলে যেন না রাখি । আমি বলতাম ফুল ই তো ! এনেছি বেশ করেছি ! এই নিয়ে কতো খুনসুটি হতো । আজ কতো বছর হোল সেই কাঁঠাল চাঁপা ফুল এর ঘ্রান পাইনা , কেউ কি আমায় কাঁঠাল চাঁপা ফুলের সন্ধান দিতে পারো ? আমি দৌড়ে গিয়ে তা নিয়ে আসবো !! গায়ে মাখবো কাঁঠাল চাঁপা পারফিউম !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।