ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরকারীদের হাতির পায়ের তলায় পিষে শাস্তি দেয়া উচিৎ বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও ওলামা পরিষদ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই দুটি সহযোগী সংগঠনের নেতারা এ মন্তব্য করেন। জাতির জনকের ছবি ভাঙচুর করে বাংলার মাটিতে কেউ পার পাবে না উল্লেখ করে বক্তারা বলেন, মফিজ গংরা জাতির জনকের ছবি ভাঙচুরের মাধ্যমে বাংলার ১৫ কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। ছবি ভাঙচুরের অভিযোগে রাজধানীর কদমতলি থানার মেরাজনগরের মফিজ, শামসুল হকসহ তাদের অস্ত্র ও লাঠিয়াল বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তরা আরো বলেন, যদি মফিজ গংদের শাস্তি দেয়া না হয়। তাহলে ঢাকা মহানগর সন্ত্রাসের রাজত্বে পরিণত হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সেই সঙ্গে কষ্ট দেয়া হবে ৩০ লাখ শহীদের আত্মাকে। ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি লায়ন আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, আওয়ামী ওলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা পরিষদের সভাপতি আব্দুস জব্বার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, মহিলা লীগ নেত্রী ফেরদৌস আরা চৌধুরী প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।