আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ২ টি আ্যনিমেশন মুভিঃ Rango এবং Paul

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে গত ৩-৪ সপ্তাহের মধ্যে সিরিয়াস ধরণের কিছু নন-হলিউড মুভি দেখেছি। জাপানিজ মুভি কনফেশন , ফ্রান্সের মুভি ফেয়ারওয়েল, ইন্ডিয়ান-বাংলাদেশের মুভি মনের মানুষ এবং কোরিয়ান মুভি ওসিস এর মধ্যে অন্যতম। এর মাঝেই সাম্প্রতিক রিলিজ হওয়া দুটো আ্যনিমেশন মুভি দেখলাম। দুটোই মূল চরিত্রের নামে মুভি। দুটোই কমেডি ঘরানার মুভি।

প্রথমেই বলি Rango এর কথা। জনি ডেপের কন্ঠে Rango হলো এক সবুজ রংয়ের গিরগিটি। একাকী-বন্ধুহীন, অভিনয়ের শখ আজীবন। ঘটনাচক্রে সে এসে পড়ে মরুভূমির মাঝে এবং ওয়েস্টার্ন ঘরানার গিরগিটি রাজ্যে। রুক্ষ-ধূসর-পানিশুন্য সে এলাকায় বেমানান সে গিরগিটি।

সেখানকার লিজার্ড বাসিন্দারা তাকে ভুল করে ভেবে বসে এক গানস্লিংগার। সেই ভুল না ভাঙ্গিয়েই সে হয়ে বসে শেরিফ। শখ্যতা গড়ে উঠে অদ্ভুত এক মেয়ে গিরগিটি বিনস এর সাথে। কিন্তু শহরের সবচেয়ে বড় যে সমস্যা পানি-তার রহস্যের তদন্ত করতে যেয়ে জড়িয়ে পড়ে মেয়রের সাথে, আউটলদের সাথে। সংঘাতের মধ্যে দিয়ে চলতে থাকে মুভিটি।

মুভিটি সচেতন ভাবে ওয়েস্টার্ণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আ্যানিমেশনের কাজ চমৎকার। মাস্টি সি। ........................ কাল দেখলাম আ্যলিয়েন চরিত্র নিয়ে করা পল । এই মুভিতে অবশ্য পল ছাড়া সবই রিয়েল নন-আ্যনিমেটেড চরিত্র।

এই মুভিতে গ্রায়েম এবং ক্লাইভ নামে দুই বিট্রিশ কমিক ভক্ত ও আকিঁয়ে আমেরিকা ভ্রমণের আসে। ভ্রমণের এক পর্যায়ে এরিয়া ৫১ এর এলাকায় তাদের সাথে দেখা হয় আ্যলিয়েন পলের সাথে। পৃথিবী থেকে পালানোয় পলের অভিযানে সহায় হয় তারা। পথে ঘটে নানান ঘটনা-দুর্ঘটনা! চমৎকার মজার সিনেমা এটি। অবশ্য দেখ্য!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.