আমিতো আমিই অফিসে যাব, কি সাংঘাতিক গরম রে বাব্বা। ভাবলাম সিক-লিভ নিয়ে বাসায় বসে কাটাই কিন্তু সেটাও এক সাংঘাতিক অপরাধ হবে। সাংঘাতিক সমস্যায় পরলাম তো!
যাইহোক, বের হলাম। ট্যাক্সি ডাকলাম। ভাড়া চাওয়ার স্টাইলটা সাংঘাতিক।
ভাড়ার অঙ্কে মাথার পিছনে সাংঘাতিক রকমের যন্ত্রনা শুরু করল। কি আর করার।
সাংঘাতিক রকমের জ্যাম রাস্তায়। অফিসে পৌছতে যে সাংঘাতিক রকমের দেরি হবে বুঝে ফেললাম। পৌছলাম সাংঘাতিক রকমের দেরিতেই।
বসের চেহারা মোবারক সাংঘাতিক রকমের দেখাচ্ছে। কিযে করি!
সাংঘাতিক টেনশনে পরলাম। পিওনকে চা দিতে বললাম। ওহ, সাংঘাতিক রকমের বেশি মিষ্টি চা বানিয়েছে বেটায়। চা খেয়ে অবশেষে বসের রুমে গেলাম।
সাংঘাতিক রকমের কিছু দায়িত্ব দিলেন। কি আর করা। দেরিতে আসার ফল যা হয়।
কাজ শেষ করতেও দেরি হলো সাংঘাতিক। বাসায় ফিরে দেখি বউয়ের চোখ সাংঘাতিক রকমের লাল! কথা না বলে রাতে না খেয়েই ঘুমিয়ে পরলাম।
সকালে উঠে জানলাম আমি সাংঘাতিক রকমের জোরে নাক ডেকে ঘুমিয়েছি।
সকালে মেজাজটা যা ভাল লাগলো, তা সাংঘাতিক রকমের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।