আমাদের কথা খুঁজে নিন

   

কী সাংঘাতিক!! কী সর্বনাশ!!! হাউ ড্যাঞ্জারাস!!!!

দিনের শেষে আমরা সবাই একা... আজকে গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার টের পেলো এক্সিলারেটর নিচ্ছে না; ২০ এর উপর উঠছেই না। অগত্যা রাস্তার দু'পাশে সার্ভিসিং এর দোকান খুজতে খুজতে এই গতিতেই সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু। যেতে যেতে ১০/১২ কিলো পার হবার পর একটা ওয়ার্কশপ পেয়ে যখন গাড়ি ঢুকাতে যাবে এমন সময় ড্রাইভার বুঝতে পারলো এক্সিলারেটর ঠিক হয়ে গেছে। কী সাংঘাতিক!! তারপর আর কে সার্ভিসিং করায় গাড়ি? আমাদের অসুখ হয়। ডাক্তারের কাছে যাই। ডাক্তার মশাই আমাদেরকে ভালো-মন্দ ভাবে পর্যবেক্ষণ করে (অনেক সময় বিভিন্ন টেস্টের রিপোর্ট দেখে) ওষুধ দিয়ে দেয়, এন্টিবায়োটিক, এক সপ্তাহ-পনেরদিনের কোর্স। আমরা ২/৩ ওষুধ খেয়ে দেখি ভালো হয়ে গেছি। কী সর্বনাশ!!! ধ্যাত, আর কে খায় ওষুধ?? আমাদের অবহেলায় চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙ্গে পড়ে 'লাইভ' বাজারের উপর; তাজরীন গার্মেন্টসে আগুন লেগে মানুষ পুড়ে মরে অথবা পুড়িয়ে মারা হয়; সাভারে সরকারদলীয় নেতার লোভ আর ক্ষমতার দম্ভের মূল্য দিতে হয় হাজারের উপর মানুষের জীবন দিয়ে। আমরা বলি- হাউ ড্যাঞ্জারাস!!!! কয়েকদিন হাহুতাশ করি, তারপর- ধুর, কে রাখে কার খবর??? // এভাবে চলে আসছে; এভাবেই চলতে থাকবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.