আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক সাংঘাতিক



২৫তারিখের ডেইলি স্টার পড়ে মনে হলো বাংলাদেশের সাংবাদিকরা সততায় যুধিষ্টির কে হার মানিয়েছে। একটি সংবাদ সম্মেলনের পর, আয়োজক কিছু প্রাক্তন সেনা কর্মকর্তা সাংবাদিকদের যাতায়াত ভাতা দিলে সাংবাদিক কুল মর্মাহত হয়ে টাকা ফেরৎ দেয়। খবরের প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশ আমার কাছে অধিকতর বিষ্ময় কর। কারন এর আগে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীতে কাজ করার সময় দেখেছি সাংবাদিকরা সংবাদ সম্মেলনে টাকা তো নেয় ই। রিপোর্ট কি রকম হবে তা অনেকটা নির্ভর করে লান্চ প্যাকেটের উপরে।

তবে টাকা পয়সার ব্যাপারটি হতে হবে অপ্রকাশ্যে। সম্ভবত এ সব কাজে অভ্যস্ত না হওয়ায় প্রাক্তন সেনা কর্মকর্তারা টাকাটি প্রকাশ্যে দিয়ে ফেলেছেন। গোলমালটা সেখানেই। কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সাথে সখ্যতার কারণে জেনেছি প্রকাশ্যে যাতায়াত ভাড়া দেওয়ায় সাংবাদিকরা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন ঠিকই তবে টাকা ফেরৎ দেয়নি। সাংবাদিকদের অসাধুতার সাথে আমি পরিচিত।

সৎ সাহস থাকলে তারা টাকা গ্রহনের বিষয়টিও স্বীকার করত। সেটা না করে তারা লিখেছে তাদের কে দেওয়া যাতায়াত ভাতা তারা ফিরিয়ে দিয়েছে। প্রতিথযশা কয়েকজন সম্পাদককে আমি চিনি যাদের মদের খরচ দেয় কোন না কোন ব্যবসায়ী। অনেকেই আছেন যারা দুপুরের খাবারের পর অফিস থেকে হাওয়া হয়ে যান খবর সংগ্রহের নামে। এন এস আই ডিজিএফ আইএর টাকায় অপার আনন্দে দিন কাটান এদের অনেকেই।

মুর্খ সেনা অফিসাররা বোঝেনা, লেনদেন টা হতে হবে গোপনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.