এবার পরিচালনার খাতায় নাম লেখালেন হূমায়ুন আহমেদের ছেলে নুহাশ। চৌধুরী খালেকুজ্জামানের 'বিশ্ব রেকর্ড' নামের একটি নাটক তৈরি করছেন হূমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সেই নাটকেরই দুটি দৃশ্য পরিচালনা করেছেন নুহাশ। জানা যায়, নাটকটি তৈরির সময় শাওনের আশপাশেই ছিলেন নুহাশ। শাওন বাইরে থাকায় এক ফাঁকে দুটি দৃশ্য পরিচালনা করে ফেলেন তিনি। নুহাশের পরিচালনায় অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ফারুক আহমেদ ও প্রাণ রায়। কে জানে, ভবিষ্যতে হয়তো পুরো নাটকই পরিচালনা করতে দেখা যাবে নুহাশকে! নাটকটিতে আরো অভিনয় করেছেন মাসুদ আখন্দ, ঊর্মিলা, শামীম শাহেদ প্রমুখ। আগামী রোজার ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটকটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।