গান ও অভিনয়- এ দুটি মাধ্যমে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। জীবনের অনেক স্বপ্ন তিনি স্পর্শ করেছেন তার কাজ দিয়ে। সম্প্রতি তিনি নতুন আরও একটি স্বপ্ন দেখছেন, আর তা হলো নাটক পরিচালনা। তিনি বলেন, এটাকে ঠিক নতুন স্বপ্ন বলে পুরো ব্যাপারটিকে খাটো করতে চাই না। আমি আসলে বহুকাল ধরেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখছি।
আমার কেন জানি মনে হয়, গান-বাজনা-অভিনয় না করলে আমি নির্মাতা হতে পারতাম। হতে পারে এটা আমার দিবাস্বপ্নের মতো, কিংবা হেলোসিনেশন। তবুও পরিচালক হওয়ার স্বপ্নটা আমাকে শিহরিত করে। তাই তো এখন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ছবি তোলার চেষ্টা করি।
পার্থ বড়ুয়া প্রচুর ছবি তোলেন নিজের দামি ক্যামেরার চোখে চোখ রেখে।
২০০৮ সালে 'শহরতলীর রাত' নাটকের মধ্য দিয়ে এই ব্যান্ড তারকার অভিনয়ে অভিষেক ঘটে। অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে পার্থ বলেন, পরিচালক হওয়ার স্বপ্ন বহু পুরনো হলেও অভিনয়টা করব, করতে পারব এমনটা আমি জীবনেও ভাবিনি। বরং পরিচালনার ইচ্ছা প্রবল ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।