দেশে যে কয়জন চিত্রগ্রাহক আছেন, তার মধ্যে নিয়াজ মাহবুব অন্যতম। বর্তমানে ছোটপর্দার বেশ স্বনামধন্য চিত্রগ্রাহক তিনি। কিন্তু নিয়াজ নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন নতুন পরিচয়। তিনি এখন পরিচালনায় নিয়মিত। এক ডজন নাটক-টেলিফিল্ম নির্মাণ শেষে এখন নির্মাণ করছেন ধারাবাহিক।
পান্থ শাহরিয়ারের রচনায় তার ধারাবাহিকের শিরোনাম 'কালো মখমল'। এতে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, তারিন, তানিয়া আহমেদ, মৌসুমী নাগ, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা, ইন্তেখাব দিনার প্রমুখ। গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ পটভূমিতে।
নিয়াজ প্রথম পরিচালনায় আসেন 'নাকফুল' টেলিফিল্ম দিয়ে। এটি প্রযোজনা করেছিলেন অভিনেত্রী তারিন জাহান।
এরপর থেকেই তিনি নিয়মিত অ্যাকশন-কাট বলে যাচ্ছেন। নিয়াজ বলেন, 'নির্মাতা হওয়ার ইচ্ছে আমার ছিল। অপেক্ষা করছিলাম। কিন্তু হঠাৎ করেই তারিন আপা আমাকে পরিচালক বানিয়ে দিলেন। বলতে পারেন, তিনি আমাকে ধ্বংসের পথে নামিয়ে দিয়েছেন।
আগে কত সুন্দর আরাম করে ক্যামেরা চালাতাম। কিন্তু এখন পুরো ইউনিটের ধকল পোহাতে হয়। '
নিয়াজ জানান, ভবিষ্যতে তিনি শুধুই পরিচালনায় থাকবেন। কিন্তু এখনই না। নিজেকে আরও একটু গুছিয়ে নিতে চান।
বর্তমানে বিভিন্ন নির্মাতার নাটকে ক্যামেরা চালানোর পাশাপাশি নির্মাণ করে যাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।