আমাদের কথা খুঁজে নিন

   

এবার পরিচালনায় বাপ্পারাজ

এবার নায়করাজ পুত্র বাপ্পারাজ চলচ্চিত্র পরিচালনায় এলেন। 'বেঈমান' শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনা করবেন তিনি। সম্প্রতি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে একটি গান রেকর্ডিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হলো। এ সময় রাজ্জাক বলেন, আশির দশকে আমার পরিচালনায় 'চাপা ডাঙার বউ' চলচ্চিত্রের মাধ্যমে বাপ্পাকে নায়ক করে বড় পর্দায় আনি। ইচ্ছে ছিল ও পরিচালনায় আসুক।

এক্ষেত্রে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেরিতে হলেও বাপ্পা পরিচালনায় আসায় আমি খুশি। আশা করছি, অভিনয়ের মতো পরিচালনায়ও সে কৃতিত্বের স্বাক্ষর রাখবে। বাপ্পা বলেন, পরিবারের ইচ্ছে ও নিজের আগ্রহে নির্দেশনায় এলাম। আরও আগে পরিচালনায় আসতে চেয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে যথার্থ জ্ঞান অর্জন এবং সুসময়ের অপেক্ষায় ছিলাম।

বর্তমানে চলচ্চিত্রের সুদিন ফিরেছে। তাই এই গুরুদায়িত্ব পালনে এগিয়ে এলাম। প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমদের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নির্মাণ হবে চলচ্চিত্রটি। ছটকু আহমেদ বলেন, সত্তর দশকে রাজ্জাক অভিনীত ও রুহুল আমিন পরিচালিত 'বেঈমান' চলচ্চিত্রের গল্পের সঙ্গে বর্তমানের 'বেঈমানে'র কোনো মিল নেই। একেবারেই নতুনভাবে এর কাহিনীর সনি্নবেশ ঘটানো হয়েছে।

পারিবারিক ও প্রেমপ্রধান এই গল্পে একটি গুরুত্বপূর্ণ মেসেসও থাকছে। তা ছাড়া সুস্থ বিনোদনের সব উপকরণ রয়েছে এর গল্পে। বর্তমান সময়ের প্রেক্ষাপট এবং পারিপাশ্বর্িক উপকরণে সাজানো হয়েছে গল্পটি। সব শ্রেণী-পেশা ও বয়সের দর্শকের পছন্দ অনুযায়ী গল্পটি লিখেছি। আমার বিশ্বাস দর্শক সাদরে গ্রহণ করবে চলচ্চিত্রটি।

তা ছাড়া বাপ্পারাজ দীর্ঘদিন ধরে ছোট পর্দার নাটক ও টেলিফিল্ম নির্দেশনা দিয়ে আসছেন। সুতরাং তার নির্মাণ অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে চলচ্চিত্রটি, এ প্রত্যাশা করতেই পারি।

উল্লেখ্য, নব্বই দশকের শেষ ভাগ থেকে ছোট পর্দার নির্মাণের সঙ্গে জড়িত রয়েছেন বাপ্পারাজ। এতে অভিনয় করবেন সম্রাট, ফারজানা রিক্তা, প্রসুন আজাদসহ অনেকে। রাজলক্ষ্মী টেলিফিল্মের ব্যানারে নির্মাণ হবে 'বেঈমান'।

সম্রাট বলেন, এটি বাবা অভিনীত সত্তরের দশকের বেঈমানের রিমেক নয়। পারিবারিক ও প্রেম সংঘাতের গল্পে নির্মাণ হবে চলচ্চিত্রটি। বড় ভাই নির্দেশনা দেবেন। তা ছাড়া বাবা ও মেঝ ভাই বাপ্পীর সহযোগিতায় চমৎকার চলচ্চিত্র হবে বেঈমান। তাই আমি খুবই এঙ্াইটেড।

মহরতে ইমন সাহার পরিচালনায় ও কবির বকুলের লেখা গানে কণ্ঠ দেন রূপম ও রন্টি। ২৫ নভেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.