অজানাকে জানতে ছুটছি অবিরাম...! আমি এইচপি অথবা ডেল ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার কিনতে চাইছি। কোরআই-৫ প্রসেসসরসহ এর দাম সম্পর্কে আমাকে আইডিয়া দিতে পাবেন কেউ? কোনটা ভালো হবে- এইচপি নাকি ডেল? যেসব যন্ত্রাংশ চাইছি- কোরআই-৫ ১৮.৬ ইঞ্চি মনিটর এক টেরাবাইটের হার্ডড্রাইভ ডিভিডি রম + রাইটার ওয়েবক্যাম এরসঙ্গে আনুষঙ্গিক আরো কিছু যোগ হতে পারে। যেমন সাউন্ড বক্স, ইউপিএস, ইন্টারনাল টিভি কার্ড। এসব মিলিয়ে দাম কত পড়তে পারে? আর কোথায় আসল ব্র্যান্ড মেশিন পাবো? কেউ কি পরামর্শ দেবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।