আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় শরীফের ব্র্যান্ড শপ

ঢাকার এলিফ্যান্ট রোডের আল্পনা প্লাজায় বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য নিয়ে ৪ অক্টোবর যাত্রা শুরু করেছে শরীফ অ্যান্ড সন্স কম্পিউটার সিস্টেমের একটি ব্র্যান্ড শপ।
আল্পনা প্লাজার তৃতীয় তলায় এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীয়া সুলতানা।
শরীফ অ্যান্ড সন্স কম্পিউটার সিস্টেমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শরীফ রাফসানজানি জানিয়েছেন, অনলাইন ‘ই-স্টোর’-এর প্রতি আস্থা বাড়াতে ও প্রযুক্তিপণ্যের ই-বাণিজ্য বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে ।
উল্লেখ্য, এর আগে শরীফ অ্যান্ড সন্স শুধু অনলাইনে পণ্য বেচাকেনা করত।
পণ্য প্রসঙ্গে শরীফ বলেন, ‘প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য বিক্রিতে সেবার মান বাড়িয়ে ক্রেতাদের আস্থা অর্জন করতে আমরা চেষ্টা করছি।’
শরীফ জানান, তাঁর ব্র্যান্ড শপে প্রতিটি পোর্টেবল হার্ডডিস্কের সঙ্গে ফ্রি দেয়া হচ্ছে ফুল এইচডি মুভি। তিনি বলেন, অন্তত ১৫ ব্লুর প্রযুক্তির মুভি রয়েছে এই প্রতিষ্ঠানটির কাছে।
লজিটেক, ট্র্যানসেন্ড, অ্যাপাচার, থার্মালটেক, করসেয়ার, ভিউসনিক, সিগেট, ওয়েস্টার্ন ডিজিটাল, রেজরসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য পাওয়া যাবে শরীফের এই ব্র্যান্ড শপে।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।