আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করা হচ্ছে: ড. মিজানুর

আমি বাংলার...। বৃহস্পতিবার, 02 জুন 2011 16:05 ঢাকা ডেস্ক :: আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি না দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান খান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ আয়োজিত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি ও বন অধিকার শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আদিবাসীদের প্রথাগত অধিকারের প্রতি শ্রদ্ধা না দেখানো হলে তা হবে মানবাধিকারের লঙ্ঘন এবং রাষ্ট্র তা কখনো করতে পারে না। তিনি সাম্প্রতিক সময়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের বিষয় উল্লেখ করে বলেন, রাষ্ট্র আর কতদিন এটি সহ্য করবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে সমস্যা কোথায় তা জানতে সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি। এটিকে সরকারের অভ্যন্তরীণ ত্রুটি বলেও মন্তব্য করেন। তিনি সরকারের কাছে বৃহৎ জনগোষ্ঠীর সাথে আদিবাসীদের সমঅধিকার দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহি সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.