সাধারণ মানুষ নিলুদের বাঁশ ঝাড়ে এক পেঁচা থাকে নিলু মিলু পেঁচাটাকে কানা বাবু ডাকে সারাদিন বাঁশ ঝাড়ে পেঁচা থাকে বসে কাছে যদি যায় তবে ছুটে উর্ধ্ব শ্বাসে। প্রতিদিন ভাই- বোন যায় বাঁশ ঝাড়ে ধীর পায়ে কাছে গিয়ে ঢিল ছুড়ে মারে। বয়ে যায় সমীরণ শন- শন করে পেঁচাটার বুকটাও উঠে আর পড়ে এই বুঝি পাজি ছেলে এল ঢিল হাতে দুষ্ট মেয়ে মিলু রাণী থাকবে-ই সাথে! কানা বাবুর মনেতে গভীর বেদনা না না এভাবে আরতো- ভাই চলবেনা। নিলু মিলু সুখে থাক এই দোয়া মনে আজ আমি চলে যাব হিমছড়ি বনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।