আমাদের কথা খুঁজে নিন

   

পেঁচা দেখে প্রেমে পড়ে পেঁচাময় প্যাচাল

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) গত কাইল ফাহিম ভাইয়ার এই পোষ্টে রংবেরংয়ের প্রজাপতি দেইখা মাথা নষ্ট হইয়া গেসিলো। প্রজাপতি চাইলে ভাইয়া দেন এই হ্যান্ডসামরে যারে দেইখা কিনা প্রজাপতি ভুইলা তার প্রেমে পইড়া গেসি। তার পর থেকেই আমার হৃদয় জুড়ে শুধু..... যদি পাইতাম ইহাকে এইরুপ ডানা মেলিয়া নাচিয়া-উড়িয়া আনন্দ দিতো আমাকে আমিও তাহাকে এইরুপ হাতে লইয়া আদর করিতাম আদর খাইয়া সে এইরুপ ঘুমাইয়া পড়িতো ইনি দেখিতে কতই না সুন্দর খুব মনচায় একখান যদি পাইতাম। কিন্তু আম্মার এইরকম চোখ রাঙ্গানীর কথা মনে হলেই আমি একদম এইরকম তাই দূর থেকেই উনাদের দেখিয়া যাই মনুষ্য প্রজাতিতেও এইরকম ই দেখা যায়। একজন কালা কি আরেক জন ধলা! পেঁচারাও ত মানুষ, তাহাদেরও আছে মন তাইতও ভালবাসাবাসি করতেই পারে, তাই বলে এরকম করছেন কেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।