ঝলসানো সভ্যতা আলো ঢেকে চোখের পর্দা তুমি তো আছো বেশ অন্ধকার পেঁচা । ইচ্ছে করে উপড়ে ফেলি চোখ হয়ে যাই অন্ধকার মানব - তবু দ্বিধা, মানস চোখ দেখে যে আলো । পেঁচা, চোখ বুঁজে তুমি দেখ কি কিছু? সভ্যতা আলোয় আজ দগদগে সিফিলিস। কে বলে আলো সত্য সুন্দর !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।