আমাদের কথা খুঁজে নিন

   

পেঁচা সংবাদঃ সাফল্যের আরেকটি ধাপ

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । বিগত ১২ই অক্টোবর বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস সি ক্যাফেটেরিয়ায় ‘চলচ্চিত্রের উন্নয়নে ব্লগের ভূমিকা’ শীর্ষক মত বিনিময়ের আয়োজন করে পেঁচা পরিবার। ‘পেঁচা ব্লগ’ বাংলাদেশের প্রথম ব্লগ হিসেবে চলচ্চিত্র আন্দোলনের সাথে যুক্ত হল। আমাদের ব্লগ আগামী দিনের চলচ্চিত্র আন্দোলনের সাথে সকল কর্মকান্ডে নিজেদের যুক্ত রেখে চলচ্চিত্র আন্দোলনকে গতিশীল করতে সদা সচেষ্ট থাকবে।

এই কথাগুলো বলেন ব্লগের পক্ষ থেকে এনায়েত হায়দার শাওন। ‘পেঁচা’ এর আয়োজনে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় এনায়েত হায়দার শাওন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চোধুরী, বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, ইনডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ও ব্লগার ইমরান ফিরদাউস, ভিডিও ব্লগার মোহাম্মদ সোলায়মান সুখন, চলচ্চিত্র বিষয়ক ব্লগার ফজলে রাব্বি আসিফ, চলচ্চিত্র বিষয়ক বহুল আলোচিত ব্লগার নাজমুল হাসান দারাশিকো এবং দেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু। মতবিনিময় সভায় সাম্প্রতিক অনলাইন নীতিমালা সম্পর্কে বক্তব্য প্রদান করেন সাইফুল আলম চৌধুরী। তিনি বলেন এ ধরনের নীতিমালা জনগণের মত প্রকাশের স্বাধীনতায় স্পষ্ট হস্তক্ষেপ। চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু দেশে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন সমস্যা ও এর মান নিয়ে কথা বলেন।

তিনি দর্শকদেরও অনুরোধ করেন বাংলা চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে যেন ভালো ও সুস্থ চলচ্চিত্রগুলোকে অনুপ্রাণিত করা হয়। নতুন ব্লগিং মাধ্যম ভিডিও ব্লগিং নিয়ে কথা বলেন ভিডিও ব্লগার মোহাম্মদ সোলায়মান সুখন। তিনি বলেন ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে যেকোনো চলমান ঘটনার ভিডিও ধারণ করে প্রচার করা সম্ভব। এমনকি যেকোনো বিষয়ে নিজের বক্তব্যও প্রচার করা যায় বিশ্বব্যাপী। চলচ্চিত্র বিষয়ক ব্লগার ফজলে রাব্বি আসিফ বলেন চলচ্চিত্রের মান উন্নয়নের আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্লগ একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।

তিনি ব্লগের মাধ্যমে চলচ্চিত্রের রিভিউ প্রকাশ করার প্রতি জোর দেন। চলচ্চিত্র বিষয়ক বহুল আলোচিত জনপ্রিয় ব্লগার নাজমুল হাসান দারাশিকো তার বক্তব্যে বিবৃত করেন ব্লগ কিভাবে চলচ্চিত্রের উন্নয়নে ভুমিকা রাখতে পারে। তিনি বাংলা চলচ্চিত্রের সকল পরিচালক ও পৃষ্ঠপোষকদের উদ্দেশ্য করে বলেন, “আপনার চলচ্চিত্র বিষয়ক ব্লগ দেখুন। দর্শকদের মতামতের ভিত্তিতে চলচ্চিত্রের মান উন্নয়ন করুন। তাহলে আশা করি অচিরেই বাংলা চলচ্চিত্র আবার তার হারানো গৌরব ফিরে পাবে।

কারণ একটি ব্লগ মানুষের মনের কথা বলে নির্ভীক ভাবে। ” এছাড়াও আলোচকবৃন্দ সম্প্রতি অনলাইন ও ব্লগের মাধ্যমে ঘটিত রাজনৈতিক আন্দোলনের উদাহরণ টেনে বলেন এভাবে ব্লগিংয়ের মাধ্যমে চলচ্চিত্রেও পরিবর্তন আনা সম্ভব। উপস্থিত বক্তারা বলেন চলচ্চিত্রের উন্নয়নের জন্য একটি ব্লগের এই ধরণের প্রয়াস সত্যিই বিরল। পেঁচা ব্লগের মাধ্যমে চলচ্চিত্রে ইতিবাচক পরিবর্তন আনার এ চেষ্টাকে অতিথিরা স্বাগত জানান। বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাটি সবার জন্য উন্মুক্ত ছিল। পেঁচা পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আরও খবর পাবেন নিম্নলিখিত ঠিকানায়- Banglanews24.com এ প্রকাশিত খবরের জন্য এখানে ক্লিক করুন Bbarta24.com এ প্রকাশিত খবরের জন্য এখানে ক্লিক করুন Earnmore24.com এ প্রকাশিত খবরের জন্য এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।