Love is a force you can't control. ফিফা একটি জনপ্রিয় খেলা ফুটবল এর নিয়ন্ত্রক সংস্থা। ফুটবল সর্ম্পকে কম-বেশী সবাই আমরা জানি। তাই আমি ফুটবল সর্ম্পকে কোন আলোচনা করব না। আমার এ লেখার কারণ ফুটবল এর নিয়ন্ত্রক, ফিফাকে নিয়ে। প্রায় প্রতিটি ফুটবল খেলায় দেখা যায় কিছু বাচ্চা ছেলে হাতে একটি বড় ব্যানার নিয়ে মাঠে সবার আগে প্রবেশ করে , যাতে লেখা থাকে MY GAME IS FAIR PLAY, এবং এটিতে ফিফার নাম উল্লেখ থাকে।
কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে এর বিন্দুমাত্র প্রকাশ নেই। মাঠের বাইরে তারা বাংলাদেশের মত রাজনীতি করে বেড়াচ্ছে, এবং এটা দেখা যাচ্ছে তাদের নির্বাচন করা নিয়ে। যা তাদের উপরিউক্ত কথার সাথে কোন রূপে মিল নেই। আমি এতে দুটো বিষয় দেখতে পাচ্ছি, প্রথমত ফিফাতে দুর্নীতি ঢুকে পড়েছে, যার প্রমাণ মোহাম্মদ বিন হাম্মাম। যে কিনা প্রেসিডেন্ট হওয়ার জন্য টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল।
আর দ্বিতীয়ত, ফুটবল খেলায় প্রচুর টাকার ছড়াছড়ি। বিশ্বাস করা যায় না, ইউরোপিয়ান লিগে খেলা একজন খেলোয়ারের বেতন সপ্তাহে প্রায় ২,৭০,০০০ ইউরো। এতেই বোঝা যায় এখানে কত টাকার ছড়াছড়ি হয়। তাই ফিফাতে সহজেই দুর্নীতি ঢোকা সম্ভব এবং কাদা ছোড়াছুড়ি করা স্বাভাবিক। যা বর্তমানে ফিফার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদপ্রার্থীরা করে যাচ্ছেন।
খেলা আগে শুধুই বিনোদনের মাধ্যম ছিল। কিন্তু বর্তমানে এটি আর শুধু খেলা নেই, রাজনীতির ময়দানের মত কাদা ছোড়াছুড়ির স্থানে পরিণত হয়েছে। যার ফলে ভুক্তভোগী হচ্ছে সবাই। কারণ টাকার লোভ বড় লোভ। তাই ফিফার মত সংস্থার ও অবক্ষয় হওয়াটাই স্বাভাবিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।