আমাদের কথা খুঁজে নিন

   

ব্যর্থ ব্যক্তির সাফল্য? স্কুল-কলেজ ড্রপআউট ১০ নোবেল বিজয়ী

আজ একটা তালিকা দেখি। ১০ জন নোবেল পুরস্কার জয়ী ব্যক্তি। কেবল ১০ জন কেন? কারণ ইনারা সবাই ড্রপআউট শিক্ষার্থী। ইনাদের ৫ জন স্কুল বা কলেজ থেকে ঝরে পড়েছিলেন এবং আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। ইনারা অবশ্যই স্বশিক্ষিত হয়েছেন।

বাকি ৫ জন ঝরে পড়লেও পরবর্তীতে লেখাপড়া চালিয়ে গেছেন। এই ১০জন ড্রপআউট শিক্ষার্থীর ১জন কেমিস্ট্রিতে, ১জন ফিজিক্সে, ২জন শান্তিতে ও ৬জন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা আমাদের জীবনের ব্যর্থতায় মুষড়ে পড়ি। হ্যাঁ, আমরা হয়ত নোবেল পুরস্কার নাও পেতে পারি, কিন্তু জীবনের শান্তি তো পেতে পারি, আত্মবিশ্বাসী থাকতে পারি একথা ভেবে যে আমি আমার কাজটি করে চলেছি। সেই ৫ জন নোবেল বিজয়ী যারা স্কুল বা কলেজ থেকে ঝরে পড়েছিলেন এবং আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি বা লেখাপড়া করেননি: Joseph Brodsky জোসেফ ব্রডস্কি: সাহিত্য: স্কুল অব সাবমেরিনারস এ যোগ দিতে ১৫ বছর বয়সে স্কুল ছাড়েন কিন্তু ব্যর্থ হন।

শেষমেশ এক কারাগারের মর্গে কাজ করেন এবং এর ফলে হসপিটালে কাজের সুযোগ পান। Arthur Henderson আর্থার হেন্ডারসন: শান্তি: ১০ বছর বয়সে বাবার মৃত্যুর পর গাড়ির যন্ত্রাংশের দোকানে কাজ করার জন্য ১২ বছর বয়সে স্কুল ছাড়েন। Leon Jouhaux লিয়ন জুহক্স: শান্তি: উনার বাবা ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করতেন। স্ট্রাইকের সময় বাবার উপার্জন বন্ধ হয়ে গেলে লিয়ন জুহক্স ১৬ বছর বয়সে ফ্যাক্টরিতে কাজ নেন। লেখাপড়া বন্ধ।

Harry Edmund Martinson হ্যারি এডমুন্ড মার্টিনসন: সাহিত্য: ছোটতেই এতিম হয়ে অন্যের কাছে প্রতিপালিত হন। সামান্য শিক্ষা। ১৬ বছর বয়সেই পালিয়ে সমুদ্রে গেছেন। George Bernard Shaw জর্জ বার্নার্ড শ: সাহিত্য: কলেজে থাকার সময় লেখাপড়া ছাড়েন এবং সারাজীবন স্কুল, কলেজ ও শিক্ষকদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছেন। উনার কথায়: "Schools and schoolmasters, as we have them today, are not popular as places of education and teachers, but rather prisons and turnkeys in which children are kept to prevent them disturbing and chaperoning their parents". বাকি ৫ জন নোবেল বিজয়ী যারা স্কুল বা কলেজ ঝরে পড়লেও পরবর্তীতে লেখাপড়া চালিয়ে গেছেন: Herbert Brown হার্বার্ট ব্রাউন: রসায়নশাস্ত্র: বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে স্কুল ছাড়েন।

পরে লেখাপড়ায় ফিরে আসেন। Albert Camus আলবেয়ার কামু: সাহিত্য: ১৭ বছর বয়সে যক্ষার কারণে স্কুল ছাড়েন, তবে পরে লেখাপড়া চালিয়ে যান। পরে আলিজয়ার্স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। Albert Einstein আলবার্ট আইন্সটাইন: পদার্থবিদ্যা: তোমাকে দিয়ে কিছুই হবে না- শিক্ষকের এমন মন্তব্য ছিল কারণ তিনি ঠিকমত উত্তর দিতে পারতেন না। একসময় জার্মানির স্কুল ছাড়েন তবে গণিতে বিশেষ পারদর্শিতার জন্য সুইজারল্যান্ডে লেখাপড়া করে মাত্র ১৭ বছরে গ্রাজুয়েট হন।

William Faulkner উইলিয়াম ফকনার: সাহিত্য: কলেজে ২য় বর্ষে ঝরে পড়েন এবং পরে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেও ডিগ্রি নেয়া হয়নি। José Saramago হোসে সারামাগো: সাহিত্য: পারিবারিক আর্থিক দুরবস্থার জন্য হাই স্কুল থেকে ঝরে পড়েন। পরে টেকনিক্যাল স্কুলে অটো রিপেয়ার এর উপর প্রশিক্ষণ নেন। সবাই ভাল থাকুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.