দুরে তুমি দাড়িয়ে
শেষ পর্যন্ত আমি ব্যর্থ উবুন্টুর জান্টিজাকালপ ভার্সন ইনস্টল করতে।
---
---
---
---
---
---
---
---
আমার আশা শেষ পর্যন্ত আশাই থেকে গেল। এই ৩০-৩৫ কি:বা: নেট স্পিডে ৪বার ৭০০ মে:বা: আইএসও ফাইল নামাইছি। শুধু ফাইল মিস দেখায়। ২ বার সিডির জন্য আবেদন করছি।
দেয় নাই।
আসলে অভাগা যেদিকে যায়, সাগর সেদিকেই শুকায়.........
তাই উইন্ডজ এর পাশে লিনাক্স মিন্ট গ্লোরিয়া দিছি। ভালই লাগে।
বগুড়াতে খুজলাম। পেলাম না।
যদি কেউ এখন আমাকে একটা উবুন্টুর জান্টিজাকালপ এর ডিক্স কুরিয়ার করে, তাহলে হয়ত আমি উবুন্টু পরিবারের সদস্য হতে পারব। আমার আশাও পুরন হবে।
শেষ পর্যন্ত বলতে হচ্ছে..........
" আমি অভাগা ইনসান....... একটা ডিক্স করেন দান..."
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।