অনুভূতিগুলো গভীর গোপনে কাঁটা দেয় বারে বারে
তোমার পায়ের নূপুরের রিনঝিন আওয়াজে ঘুম ভেঙ্গে যায়
বিকেলে খোলা আকাশের নিচে আমাকে যেতেই হয়
সারা ঢাকা শহর খুঁজেও পাইনি একটা কদম ফুল
শ্রাবণের আকাশ বড় রহস্যময়, তোমারই মতন
আসো, বৃষ্টিতে ভিজি ভালোবাসার উত্তাপে
তোমার বুকে মাথা রাখতে চাই পরম নির্ভরতায়-
এটা অশ্লীলতা নয়- এক আকাশ ভালোবাসা নিয়ে
ঘুমহীন রাতে অন্ধকারের সাথে কথা বলি নিরবে
বলতে গিয়েও বলিনি অনেক অনেক কথা- ভয়ে
( আমি কবিতা লিখতে জানি না । তবুও কবিতার মতন কিছু একটা লিখতে খুব চেষ্টা করেছি এবং এই চেষ্টা সব সময়ই করি। আমার জীবনে ব্যর্থতা ভরপুর। রমজান মাস হলো নামাজ রোজার মাস- এই মাসে কবিতা লেখা কি ঠিক ? আল্লাহ আল্লাহ না করে কবিতা লেখা- মৃত্যুর পর আল্লাহ গরম খুন্তি দিয়ে ছ্যাকা দিবে নিশ্চি্ত। আর কি হবে কবিতা লিখে ? চালের দাম কি কমবে ? অসহায় মানূষের মুখে হাসি ফুটবে ? সবাই নিজ নিজ স্বার্থে বিভর ।
দেশের কথা কেউ ভাবে না। আমি ঠিক করেছি- অনেক গুলো খারাপ মানূষকে খুন করে- পুলিশের কাছে আত্মসমপর্ন করবো । এটা দেশের জন্য অনেক বড় একটা কাজ হবে । যাই হোক, রমজান মাস ভাজা পোড়া কম খাবেন। আর প্রতিদিন একটা করে ভালো কাজ করতে চেষ্টা করবেন, আপনার জায়গা থেকে ।
উদাহরণ স্বরুপ- রাস্তা দিয়ে যাচ্ছেন- দেখলেন একটা কলার খোসা পড়ে আছে । খোসাটি ডাস্টবিনে ফেলে দিবেন । আমার মনে হয় প্রতিদিন প্রতিটা মানূষ তার সামথ্য অনুযায়ী একটা করে ভালো কাজ করলে দেশ খুব দ্রুত এগিয়ে যাবে । ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।