কৌতুক
আশাকরি সবাই অনেক মজা পাবে। গ্রামের একজন অশিক্ষিত বউ তার স্বামীর কাছে চিঠি লিখেছে । স্বামী শহরে চাকরী করে,অনেকদিন বাড়ীতে আসে না । তাকে তাড়াতাড়ি বাড়ীতে আসার জন্য এবং বাড়ীর সামগ্রীক খবর নিয়ে । চিঠিটা ঠিক নিম্নরূপ :
প্রিয়তম স্বামী,
ওগো তুমি চিরকাল বিদেশে কাটালে,এই ছিল তোমার কপালে ।
আমার পা কাটাইয়া গিয়াছে । ঘরের চাল ফুটু হইয়া গিয়াছে । গাভীর পেট দেখিলে মনে হয় বাচ্ছা দেবে । তোমার খোকা স্কুলে যেতে চাই না । ছাগলছানাটি রোজ ঘাস খাইয়া ঘুমাই ।
তোমার বাবা দাঁড়ি কাটিতে গিয়া গলা কাটিয়া ফেলেছে । ফুলজানের মা কাজ করতে চাই না । কালো গাভীটি রোজ আড়াই সের করে দুধ দেই । তোমার ভাবী অসুস্থ, আমি চিন্তিত । তুমি শীঘ্রই বাড়ী আসিবে,না আসিলে আমার দুঃখের সীমা থাকিবে না ।
ইতি
তোমার প্রিয়তমা
বিঃদ্রঃ আমি আগেই বলেছি, গ্রামের একজন অশিক্ষিত বউ তার স্বামীর কাছে চিঠি লিখেছে । কাজেই চিঠিটার কমা, পূর্ণচ্ছেদ গুলো এমন এমন জাইগাই দিছে যার ফলে চিঠিটা মানে হয়েছে ঠিক নিম্নরূপ :
প্রিয়তম স্বামী,
ওগো তুমি চিরকাল বিদেশে কাটালে,এই ছিল তোমার কপালে আমার পা । কাটাইয়া গিয়াছে ঘরের চাল । ফুটু হইয়া গিয়াছে গাভীর পেট । দেখিলে মনে হয় বাচ্ছা দেবে তোমার খোকা ।
স্কুলে যেতে চাই না ছাগলছানাটি। রোজ ঘাস খাইয়া ঘুমাই তোমার বাবা । দাঁড়ি কাটিতে গিয়া গলা কাটিয়া ফেলেছে ফুলজানের মা । কাজ করতে চাই না কালো গাভীটি । রোজ আড়াই সের করে দুধ দেই তোমার ভাবী ।
অসুস্থ আমি, চিন্তিত তুমি । শীঘ্রই বাড়ী আসিবে না, আসিলে আমার দুঃখের সীমা থাকিবে না ।
ইতি
তোমার প্রিয়তমা
কৃতজ্ঞতা: সঞ্জয়/Sanjoy
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।