আমি যদি আমার মনকে নিয়ন্ত্রন করতে পারতাম তাহলে হয়তো জীবনে আমি এত দুঃখ পেতাম না... হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর । ।
গানের মাঝে দাঁড়িয়ে আছে
মন খারাপ সেই একলা দুপুর
গানের মাঝে দাঁড়িয়ে আছে
বিষণ্ণ এক একলা দুপুর
হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর
হাওয়ারে তুই বাঁজা নুপুর
ও মেঘ সাদা ফেরিওয়ালা
কত হে বিকাল
একটু পরে আকাশে মন
পশ্চিমেতে লাল । ।
এখন কেন বরষা বরষা বরষা
মেয়ে কাঁদে ।
।
অশ্রুজলে গান লিখে দেয়
সন্ধ্যা বেলার চাঁদে । ।
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর । ।
ঝরা পাতার তালে কি তোর
হৃদয়টাতে আকাশ উপুর । ।
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
ও রাত কালো ঘুমটাওয়ালা
কত হে আঁধার
সময় হলো কান্না মেয়ের
জন্যে কি গান বাঁধার । ।
গানের মানে অশ্রু গাঁথা
জানে জলের ঢেউ ।
।
তোমরা জানলে গানের মানে
বলো আমাকেউ । ।
হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর । ।
গানের মাঝে দাঁড়িয়ে আছে
মন খারাপ সেই একলা দুপুর
গানের মাঝে দাঁড়িয়ে আছে
বিষণ্ণ এক একলা দুপুর
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর । ।
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর...
[ সঞ্জীব চৌধুরী ] [ স্বপ্নবাজী ] [ হাওয়া ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।