আমাদের কথা খুঁজে নিন

   

জাবি তে শেষ হয়ে গেল ৩৪তম ব্যাচের শিক্ষা সমাপণী উৎসব RAG 34

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ৩৪ তম ব্যাচ এর শিক্ষা সমাপণী উৎসব RAG 34. আজ রাতে শপথগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন । শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. শরীফ এনামুল কবির । এর আগে গত ২৫ শে মে সকালে এক বর্ণাঢ্য রালী'র মধ্য দিয়ে সুচনা হয় এ উৎসবের । অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য । নির্বাচিত রাজা ফয়সাল, রাণী উপমা'র সাথে ঘোড়ার গাড়িতে করে রালীতে অংশ নেন ।

বহরে ২টি হাতিও রাখা হয় । সম্পুর্ণ ক্যাম্পাস প্রদক্ষিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও মাঝপথে হানা দেয় তুমুল বৃষ্টি । কিন্তু সেই প্রবল বৃষ্টিও রুখতে পারেনি উদ্দাম তারুণ্যকে । প্রবল বৃষ্টি রালীতে ভিজে দ্বিগুণ আনন্দে রালী শেষ করেন ৩৪ তম ব্যাচের ছাত্রছাত্রীরা । সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

বাদাম-৩ দিয়ে আবারো মুক্তমঞ্চ মাতিয়ে যান তানিম। উল্লেখ্য এর আগে ৩য় এবং ৪র্থ বর্ষ পুর্তিতে বাদাম-১ এবং বাদাম-২ দিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তানিম । এরপর বাপ্পা'র পরিবেশিত RAG থিম সং - 'ফিরে চাই' আবেগাপ্লুত করে সবাইকে । গান পরিবেশনের পর চোখের পানি ধরে রাখতে পারেন নি ৩৪তম ব্যাচের কেউই । অনেকেই একে অন্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন ।

রাত ১১টার দিকে শুরু হয় ক্যাম্পফায়ার। চলে রাত দেড়টা পর্যন্ত। বিসিএস পরীক্ষার কারণে একদিন বিরতি দিয়ে ২৭ তারিখ আয়োজন করা হয় RAG কনসার্ট এর । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে বড় এই কনসার্টে সংগীত পরিবেশন করেন নগরবাউল জেমস । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই কনসার্ট আনুমানিক ২৫-৩০ হাজার মানুষ সরাসরি উপভোগ করেন ।

২৮মে ছিল নন্দন ট্যুর । ৩৪তম ব্যাচের প্রায় সাড়ে তিনশত শিক্ষার্থী এই ট্যুর এ অংশগ্রহণ করেন। দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত নন্দনের ওয়াটার ওয়ার্ল্ড এ দাপাদাপি করে বেড়ান তারা । অনেকের মতেই বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় ইভেন্ট এটা । ২৯ মে অনুষ্ঠিত হয় ডিজে পার্টি ।

উল্লেখ্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ডিজে পার্টির আয়োজন করে ৩৪তম ব্যাচ ই, তাদের চতুর্থ বর্ষপুর্তিতে । তাই ৩৪তম ব্যাচের RAG এ ডিজে থাকবে না এটা ভাবাই যাচ্ছিল না । যথারীতি ব্যাপক উৎসাহ আর আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই ইভেন্ট টি । দীর্ঘ প্রায় ৬ বছরের বিশ্ববিদ্যালয় জীবনে নানা ঘাত প্রতিঘাতের মুখে পড়েছি । পেয়েছি বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসা ।

সিনিয়র জুনিয়র ভাইবোন দের কাছে যে পরিমাণ সহযোগিতা পেয়েছি তা কখনও ভোলার নয় । বিদায়বেলায় এই ক্যাম্পাসের প্রতিটি শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারী এমনকি এই ক্যাম্পাসের প্রতিটি রিক্সাচালক মামা কেও অন্তরের অন্তস্থল থেকে প্রাণঢালা ভালোবাসা, আমাদের সুদীর্ঘ ক্যাম্পাস জীবনে নানা ভাবে সহযোগিতার জন্য । RAG 34 এর থিম সংটি সবার জন্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।