আমাদের কথা খুঁজে নিন

   

২০২২ (একটি সাই ফাই অনুকাহিনী)

© তারেক আনোয়ার সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল সাহেদ সাহেব । আজ তার খুবই আনন্দের দিন । আজ তার অনেক বছরের একটা স্বপ্ন সত্য হতে যাচ্ছে । অনেক কাঙ্ক্ষিত সে স্বপ্ন পূরণের প্রাক্কালে সাহেদ সাহেব আজ খুশিতে আত্নহারা । আজ তিনি ছুটি নিয়েছেন অফিস থেকে ।

যদিও তার মতে আজ সরকারী বন্ধ ঘোষণা করা উচিত ছিল । কারণ আজ যে শুধু তারই নয়, বিশ কুটি বাঙালীর স্বপ্ন বাস্তবায়িত হওয়ার দিন । অনেকবছর ধরে প্রতিটি বাঙালীর হালখাতায় বারবার ফিরে আসা একটি হিসেবের সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ । এযে কত আনন্দের তা ভাষায় প্রকাশের মত কোন শব্দ সাহেদ সাহেবের জানা নেই । আজ ১৭ই মে ২০২২ সাল ।

আজ বাংলাদেশী ইতিহাসের সবচেয়ে ভয়ংকর, জঘন্যতম ভিলেনদের তাদের কর্মের জন্য শাস্তি দেয়া হবে । মৃত্যু পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রাখা নিশ্চয় খুব বড় শাস্তি । আসলেই কি? সাহেদ সাহেবর মনে প্রশ্ন জাগে । এ ধরণের বড় পাপীদের আরও বড় কোন শাস্তি কি দেয়া যায়না ? যাহোক তবু-তো হচ্ছে । অনেক অপেক্ষার আজ অবসান হবে ।

তাতেই কম আনন্দ কিসের ! অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ১৭ই মে ২০২২ কোন এক মুহুর্তে টিভি পর্দায় ভেসে উঠল, "ব্রেকিং নিউজ: অবশেষে আলবদর, রাজাকার ও কলঙ্কমুক্ত হল বাংলাদেশ "।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.