আমাদের কথা খুঁজে নিন

   

কাতার ওয়ার্ল্ড কাপ ২০২২-ফিফা ঘুষ কেলেঙ্কারির কথা স্বীকার করে তদন্তের আশ্বাস দিলো

কাতার ওয়ার্ল্ড কাপ ২০২২: সেপ ব্লাটার ৭২০হাজার পাউন্ড ঘুষ কেলেঙ্কারির কথা স্বীকার করলেন

সৈয়দ শাহ সেলিম আহমেদ

ফিফা প্রধান সেপ ব্লাটার টেলিগ্রাফের কাছে স্বীকার করেছেন, কাতার বিশ্ব কাপ ২০২২ ফুটবলের স্থান ঘোষণার পাঁচ দিন আগে ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্ণার ৭২০,০০০ পাউন্ড ঘুষ কাতারের কাছ থেকে গ্রহণ করেছিলেন।সেপ ব্লাটার এথিক্স কমিটির কাছে এই তথ্য ফাঁস করে দেয়ার পরেই ফিফা এই ঘুষ ক্যালেংকারির ঘোষণা দেয়।
জুরিখে আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফিফা এথিক্স কমিটির হেড মাইকেল গার্সিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এক ইন্টারভিউতে গার্সিয়া স্বীকার করেন, ফিফার এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা ঘুষের বিনিময়ে ২০১০ সালে কন্ট্রোভার্সিয়াল ব্যালটের মাধ্যমে আগামী ২০১৮ রাশিয়া আর ২০২২ কাতারে বিশ্ব কাপ ফুটবল অনুষ্ঠানের ভোট প্রদান করেছিলেন।

অথচ এর আগে প্রেস কনফারেন্সে টেলিগ্রাফ সেপ ব্লাটারের কাছে পর পর চারবার প্রশ্ন রেখে জানতে চেয়েছিলো কাতার বিশ্বকাপ ভেন্যু নির্ধারণে কোন অনিয়ম হয়েছে বলে তিনি মনে করেন কিনা, চার বারই সেপ ব্লাটার টেলিগ্রাফকে জানিয়েছিলেন, কোন অনিয়ম হয়নি।

ফিফা এক্সিকিউটিভ মেম্বার থিও জোয়াঙ্গিয়ার বলেন, আমরা এখন কাতার ফুটবল অথরিটির কাছে অনেস্ট রিপোর্ট আশা করছি। ইতিপূর্বে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন সব কিছু শেষ হওয়ার আগেই ফিফা ওয়ার্ল্ড কাপ “সর্টেড” করার কথা বলার পরই লর্ড ট্রিসম্যান ফিফাকে “করাপ্ট” হিসেবে মন্তব্য করার পরই ফিফা আজকে জুরিখে প্রেস কনফারেন্স করে টেলিগ্রাফের কাছে ঘুষের লেন দেনের কথা স্বীকার করলেন।

Salim932@googlemail.com
22 March 2013, London.

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.