যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত বালিয়াটি জমিদার প্যালেস। যেখান থেকে ঘুরে এসে আপনাদের জন্য প্রকাশ করলাম আমার তোলা ছবি এবং এটাই আমার প্রথম নিজ হাতে তোলা ছবি ব্লগ। চলুন তাহলে দেখে নেই কি রকম জায়গা।
১। বিশাল দেয়ালের / গেইটের উপর -
২।
গেইটের আর এক অংশ
৩। গেইট দিয়ে ঢুকতেই চোখে পড়বে সূর্য ঘড়ি
৪। এরপর বিশাল বিশাল বাড়ির সামনের দিক
৫।
৬। পিছন দিকে সাড়ি সাড়ি বাড়ির মাঝ দিয়ে পথ
৭।
পুকুর ঘাটের সাথে গুপ্ত পথ
৮।
৯। সব মিলিয়ে রুম নাকি ২০০০ আছে এখানে। তার থেকে কিছু কিছু
১০। ভিতরের রুম বন্ধ থাকায় বাহির থেকে তোলা
বিঃদ্রঃ ক্যামেরা লুমিক্স এফ৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।