আমাদের কথা খুঁজে নিন

   

বালিয়াটি জমিদারবাড়ি

পরীক্ষামূলক সম্প্রচার ... ... !!! সেদিন বালিয়াটি জমিদারবাড়ি যাওয়ার খোঁজ নিচ্ছিলাম। ঘুরে আসার পরে মনে হল আসা যাওয়ার উপায় একটু শেয়ার করি। মানিকগঞ্জের বালিয়াটি যাওয়ার রুট মূলত ২টা। (অবশ্য ফার্মগেট থেকে BRTC'র একটা বাস মানিকগঞ্জ যায়। আমার সে রুটটা সম্পর্কে খুব একটা ধারণা নাই।

) - ১) শুভযাত্রা (বা ডিলিঙ্ক), গুলিস্তান থেকে ছাড়ে, মিরপুর রোড ধরে যায়, থামে ধামরাই এর ঢুলিভিটায়। সেখান থেকে এসবি লিঙ্ক বা অন্য কোন বাসে (স্থানীয় টিকেট কাউন্টারে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে) সাটুরিয়া যেতে হবে। কোন কোন বাস অবশ্য বালিয়াটি বাজার পর্যন্তও যায়। নামার আগে হেল্পারকে জমিদারবাড়ির কথা বললে বলে দিবে কোথায় নামলে সুবিধা হবে। সাটুরিয়া নামলে সিএনজি নিতে হবে, জমিদারবাড়ি পর্যন্ত ৫০ টাকা নিবে।

আর বালিয়াটি বাজার নামলে হাতের ডানের রাস্তা ধরে মিনিট পাঁচেক হাঁটলেই জমিদারবাড়ি। ২) এসবি লিঙ্ক, গাবতলি থেকে ছাড়ে (এক্স্যাক্ট কোত্থেকে ছাড়ে জানিনা), যায় সাটুরিয়া পর্যন্ত। আর সাটুরিয়ায় নেমে সিএনজি নিয়ে সোজা জমিদারবাড়ি, ভাড়া ৫০ টাকা (রিজার্ভ)। যাওয়ার জন্য ঘুরেফিরে সাটুরিয়ার বাসে উঠাই লাগছে। তবে গাবতলি থেকে উঠার চেয়ে ঢুলিভিটা (ধামরাই) থেকে উঠা আমার কাছে প্রেফারেবল মনে হয়েছে।

ফেরার পথে সাটুরিয়া থেকে লাস্ট ট্রিপ সাড়ে ৫টায়। এটা মিস করলে ফেরার আর কোন বাস পাওয়া যাবেনা। একটা অল্টারনেট হতে পারে জমিদারবাড়ি থেকেই সিএনজি নিয়ে সোজা ঢুলিভিটা চলে আসা। আমরা ৩০০ টাকায় সিএনজি পেয়েছিলাম, মোটামুটি আধঘণ্টায় জমিদারবাড়ি থেকে ধামরাই এসে ঢাকার বাসে উঠে যেতে পেরেছিলাম। জমিদারবাড়ির আশেপাশে খাওয়া দাওয়ার খুব একটা ভাল ব্যবস্থা নাই।

তবে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে। চিপস-আইসক্রিম-বিস্কুট দিয়ে খাওয়া সারা যায়। তবে ধামরাইয়ে বেশকিছু রেস্টুরেন্ট আছে, আসা যাওয়ার পথে খাওয়াদাওয়া করে নেয়া যায়। ফেরার পরে শুনলাম ঢুলিভিটায় নাকি কাঁসার জিনিস তৈরি হয়। সময় পেলে ঘুরে আসতে পারেন।

আর ধামরাই এর পূজা দেখার জন্যেও যেতে পারেন ঢুলিভিটা। যাই হোক, ToB কে ধন্যবাদ, প্রয়োজনের সময় তথ্য দিয়ে সহায়তা করার জন্য!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.