আমাদের কথা খুঁজে নিন

   

বালিয়াটি জমিদার বাড়িঃ অনুপম সৌন্দর্যমন্ডিত ইতিহাসের সাক্ষী

সব ক'টা জানালা খুলে দাওনা-ওরা আসবে চুপিচুপি-যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ রাজধানী ঢাকা থেকে ৩৫-৪০কি:মি: উত্তর দক্ষিণে মানিকগন্জের সাটুরিয়াতে রয়েছে এক অনিন্দ্য সুন্দর জমিদার বাড়ি-এ তথ্য অনেক আগে থেকেই জানতাম। কিন্তু সময় এবং আলস্য নামক দুইটি বাধা যেন কিছুতেই অতিক্রম করতে পারছিলাম না অবশেষে গতকাল (শুক্রবার) ঘুরে এলাম ব্রিটিশ কলোনিয়াল আদলে গড়া উনিশ শতকে বাংলাদেশের অন্যতম স্থাপত্যকীর্তি বালিয়াটি জমিদার বাড়ি থেকে। আমার মতো স্বল্পজ্ঞানী'র পক্ষে এই অনুপম প্রাসাদের বর্ণনা দেয়া বাতুলতার সামিল। সত্যিকার অর্থে এর আগে এতবড় রাজবারি দেখার সৌভাগ্য হয়নি। বিশাল এলাকজুড়ে তৈরী এ জমিদার বাড়ি একসময় উপমহাদেশের এতিহ্যবাহী সাহা পরিবারের কথা মনে করিয়ে দেয় সহজেই।

লবণ ব্যবসায়ী গোবিন্দ রাম সাহা এবং তাঁর চার ছেলে মিলে তৈরী করেন উনিশ শতকের এ অনবদ্য কীর্তি। জমিদার বাড়ি অভিমুখেই পড়বে তিনটি সিংহদ্বার। ১০টাকার টিকেটে ভিতরে ঢুকলেই দেখতে পাবেন চারটি প্রায় সম আকারের প্রাসাধ। ব্রিটিশ রাজ এবং করিন্হিয়ান স্টাইলের এই প্রাসাধগুলো সৌন্দর্যের দিক থেকে একটি আরেকটির চেয়ে কম নয়। তবে নিকট অতীতে পুরাকীর্তি অধিদপ্তরের সংস্কারের কারণে মাঝের দুইটি প্রাসাধ সৌন্দর্য হারিয়েছে বহুগুনে।

বামদিক থেকে দুই নাম্বার প্রাসাধ টিতে রয়েছে জাদুঘর। নেহায়েৎ কম সংখ্যক কালেকশনেও তৎকালীন জমিদারদের প্রভাব-প্রতিপত্তি ও জৌলুস মনে করিয়ে দেয় সহজেই। ২০ একর জমির উপর নির্মিত এ জমিদার বাড়িটিতে প্রাসাধের পেছনে রয়েছে আরো অসংখ্য প্রাসাদোপম বাড়ি। ৫টি ব্লকে বিভক্ত এসব বাড়িগুলো কোনটি আবার অতিথি শালা আবার কোনটি কর্মচারীদের থাকার জন্য তৈরী। জমিদার বাড়ির একদম পেছনে রয়েছে চারঘাট সম্বলিত পুকুর।

কমকরে হলেও আটটি কুয়ো রয়েছে বাড়িটির চারদিকে যদিও পানির ছিঁটেফোটাও নেই জমিদার বাড়ির জলসা ঘরে যাওয়ার একান্ত আগ্রহ থাকা সত্তেও যেতে পারিনি, তবে সামনের বার গেলে অবশ্যই সাথে একজন তালা চাবি এক্সপার্ট অথবা একটা মাষ্টার কী নিয়ে যাব। জমিদার বাড়ি থেকে বিদায় নেয়ার সামনের দিকের সর্ববামের প্রাসাধটিকে (যে প্রাসাধটি আমার সবচাইতে পছন্দ হয়েছিল) বলে আসলামঃ "পৃথিবীর অন্য কোন দেশে তোর জন্ম হলে এই জীর্ণতার মুখোশ পড়তে হতোনা তোকে, তোর ভাগ্য খারাপ" যাওয়ার উপায়ঃ নিজস্ব গাড়ি: নবীনগর-মানিকগন্জ রোডে ১৫মিনিট ড্রাইভ করলেই পাবেন কালামপুর মোড়। কালামপুর মোড় থেকে সাটুরিয়া অভিমুখে হাতের ডান পাশের রাস্তা ধরে চলে যাবেন সাটুরিয়া হয়ে জমিদার বাড়ি। পাবলিক ট্রান্সপোর্টঃ ঢাকার গাবতলী থেকে এবং নবীনগর থেকে দুইটি বাস সার্ভিস সরাসরি সাটুরিয়া পর্যন্ত যায়। এস.বি লিংক এবং জনসেবা।

এস.বি লিংক অবশ্য মন্দের ভাল। ভাড়া ৬০ টাকা। সাটুরিয়া থেকে সিএনজিতে জনপ্রতি ১০ টাকায় সরাসরি জমিদার বাড়ির সামনে নামতে পারবেন। আপনাদের জন্য কুইজঃ "মাষ্টার কী"র সঠিক বাংলা কি হবে। please visit our website: http://www.everyneededinfo.com  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.