আমাদের কথা খুঁজে নিন

   

তোমার প্রণয় পাঠে মনোযোগ দেই

মানুষ বিষপান মানে মৃত্যু আর আমি বিষ পান করে করে বেঁচে আছি বিষ কি শুধু রাসায়নিক অভিমান? অভিধানে অসন্তুষ্ট হয়ে সংজ্ঞা খুঁজে পেতে তোমার প্রণয় পাঠে মনোযোগ দেই গাছের ছায়ায় চুলের বিনুনি লতার ডগার ধাঁচে কেঁপে কেঁপে হাসা হাসি এসব উৎরিয়ে বোধ হলে দেখি কোথাও হারিয়ে গেছি অচেনা হাওরে, নয়তো সমুদ্রে শুধু নাক জ্বলে, চোখ পোড়ে, বুকে তীব্র ব্যথা কারণ আমার অর্থনীতিকে তিরস্কার করে তুমি চড়েছ নতুন যন্ত্রযানে তা থেকে নির্গত ধোঁয়া ক্রমে ঠেলে দিচ্ছে অজানা গন্তব্যে ধোঁয়ার বিষক্রিয়ায় নীলকণ্ঠ হয়ে কাৎরায় দু'জনের প্রেম বিষাহত হয়ে- বেঁচে থাকাটাই অর্থহীন ভেবে তোমার প্রণয় পাঠোদ্ধারে পুনরায় মনোযোগ দেই তুষ্ট মনে গেঁথে যায় স্মৃতিমাখা বিষ বিষপান মানে মৃত্যু আমি বিষ পান করে করে বেঁচে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.