আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে তারল্য সঙ্কট : ৪১ প্রতিষ্ঠানকে পুনঃবিনিয়োগে বাধ্য করুন : এফবিসিসিআই

নাজমুল ইসলাম মকবুল শেয়ারবাজারে তারল্য সঙ্কট : ৪১ প্রতিষ্ঠানকে পুনঃবিনিয়োগে বাধ্য করুন : এফবিসিসিআই ২০১০ সালে ২৭টি ব্যাংক ও ১৪টি আর্থিক প্রতিষ্ঠান শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে ৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে। বিপুল পরিমাণ এ মুনাফা বাজার থেকে তুলে নেয়ায় সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি কাটিয়ে উঠতে এবং তারল্য সঙ্কট দূর করতে শেয়ারবাজার থেকে অর্জিত মুনাফা পুনরায় শেয়ারবাজারে বিনিয়োগে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নর সহযোগিতা চেয়েছেন সংগঠনটির। গতকাল এফবিসিসিআইয়ের নিজস্ব সম্মেলন কক্ষে আয়োজিত ‘দেশের বর্তমান ব্যাংকের সুদ, তারল্য সঙ্কট এবং পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

এ সময় এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, গোলাম মোস্তাফা তালুকদারসহ এ–বিসিসিআইয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, ব্যাংকগুলো আইন মেনে শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। কিন্তু তারা যেহেতু শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা করেছে তাদের শেয়ারবাজারে অবশ্যই তা বিনিয়োগ করতে হবে। তিনি বিনিয়োগের জন্য একটি সময়সীমা বেঁধে দেয়ারও দাবি জানান। একই সঙ্গে ব্যাংকগুলোতে তারল্য সঙ্কটজনিত সমস্যা সমাধান করে ঋণের সুদের হার সর্বোচ্চ ১৩ শতাংশ নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, সরকার গত ৯ মার্চ থেকে ব্যাংক সুদের সর্বোচ্চ সীমা ১৩ শতাংশ প্রত্যাহার করে নেয়। এরপর ব্যাংকগুলো সুদের হার ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে। উচ্চ সুদের হারের কারণে বিনিয়োগ ও ব্যবসায় প্রবল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে নতুন বিনিয়োগ নিরুত্সাহিত হচ্ছে। এ অবস্থায় সার্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির স্বার্থে সুদের হার নির্ধারণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তারল্য সঙ্কটের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা লোন পাচ্ছে না, এলসি ওপেন করতে সমস্যা হচ্ছে, কিংবা বিলম্ব ঘটছে বলে জানান তিনি। তারল্য সঙ্কট নেই—বাংলাদেশ ব্যাংকের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, তারল্য সঙ্কট না থাকলে এসব সমস্যা হতো না। এফবিসিসিআই টাকার মূল্যমান স্থিতিশীল রাখা এবং লেনে-দেনের ক্ষেত্রে ডলারকে একক মুদ্রা হিসেবে বিবেচনা না করে মুদ্রার বহুমুখীকরণের সুপারিশ করেছে। সুত্র: আমার দেশ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.