আমাদের কথা খুঁজে নিন

   

বোরকা

রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... সাদা ধবধবে দু'টি হাত। সামনে রাখা, কেন রাখা তা বুঝতে পারছেনা রায়হান। তবে সাদাটাই চোখে লাগল খুব। পেছন থেকে ফর্সা গালের পাশটা দৃশ্যমান। রায়হানের চোখ দু'টি স্থির হতে হতে হলো না।

পাশের লোকটির মুকের দিকে চোখ পড়ল। লোকটি তারই মতো ডান পাশের কারে বসা মহিলাটির দিকে অপলক চেয়ে আছে। বোরকা পরে ছিল মহিলাটি। অমন সুন্দর দুধে আলতা রূপ দেখে যে কেউ ভাবতেই পারে অনেক সুন্দরী নিশ্চয়ই মহিলাটি। রায়হান দৃষ্টি নিবদ্ধ করল পাশের লোকটির দিকে।

কেন নিবদ্ধ করল জানে না সে। তবে একসাথে বহু এক্সপ্রেশন দেখতে তার বেশ ভালো লাগে। কারনটি মনে হয় অটো, নাটকের লোক তো! তা যা হোক, লোকটির বাস সামনে এগিয়ে গেলো। লোকটি একদৃষ্টে তাকিয়ে রইল পেছনে ফেলে আসা ফর্সা মহিলাটির দিকে। রায়হান কিছু বুঝে ওঠার আগেই বাসটি আরও দু'তিনটে বাসকে ক্রস করে সামনে চলে গেল।

না জানি কত সুন্দর ছিল মহিলাটি। আহা! যদি দেখা যেতো তাকে কত কবিতা লেখা হতো! বাসের ড্রাইভার বেশ রসিক। কেমন করে বুঝলো? গান চালিয়ে দিলো সে- "তুমি কত সুন্দর তা কি জানোনা/কখনো কি আয়নাতে মুখ দেখোনা?" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।