আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
ধমর্ীয় ব্যাপারে কোনো গোড়ামি নেই তিন বান্ধবী মনি, মিতা এবং মুন্নীর। ওদের তিনজনকেই সবাই ট্রিপল-এম নামেই চেনে। যেখানেই যাবেন একসঙ্গে একই পোষাকে যাবেন। তবে রক্ষণশীল পরিবারের বলে বোরকা-টা নিয়মিতই গায়ে জড়াতে হয় তাদের।
পুরনো বোরকা আর চলছেনা।
বাইরে বেরুলেই দেখা যায় নিত্য নতুন মডেলের বোরকা। তাই ট্রিপল-এম চিন্তা করলো তাদের বোরকা গুলো পরিবর্তন করা দরকার। দোকান থেকে নতুন বোরকা কিনেই গায়ে জড়িয়ে বেশ মহাসুখেই বেড়াচ্ছেন ট্রিপল-এম। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। শপিং শেষে তারা পুরো পথ হেঁটে, অনেক সময় বেড়িয়ে অবশেষে খাবারের দোকানে এসেছেন।
পার্ক কিংবা রাস্তায় তাদের দিকে কেউ তাকিয়েও দেখেনি। কিন্তু খাবারের দোকানে বসতেই লোকজন তাদের তিনজনকেই বাঁকা চোখে দেখতে শুরু করলো।
কারনটা কী বলুন তো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।