আমাদের কথা খুঁজে নিন

   

কলেজে বোরকা নিষিদ্ধ

ভারতের কর্নাটক রাজ্যের মেঙ্গালুরুতে একটি বেসরকারি কলেজে বোরকা অর্থাৎ হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে রাজ্যের স্কুলগুলোতে ভগবত্ গীতা পাঠ্য করার প্রস্তাব গ্রহণ করা হয়। রাজ্যের সেন্ট অলিসিয়াস কলেজ এ-সংক্রান্ত প্রস্তাবনায় বলেছে, ‘শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নিয়ম অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাকে আসতে হবে। শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে ছাত্রীরা বোরকা পড়তে পারবে না। ’ কলেজের রেজিস্ট্রার এ এম নরহরি এনডিটিভিকে বলেন, ‘শ্রেণীকক্ষে সব শিক্ষার্থীদের কলেজের নির্ধারিত পোশাকের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে শিক্ষার্থীদের চেহারা দেখানো বাধ্যতামূলক। ’ মেঙ্গালুরু শহরের জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই মুসলমান। এ প্রসঙ্গে স্থানীয় মুসলিম নেতা মোহাম্মদ মাসুদ বলেন, এ ধরনের সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির সংকীর্ণ মানসিকতাকেই প্রমাণ করে। হিজাব পরতে না পারায়, অনেক ছাত্রীই অস্বস্তি বোধ করে কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে। স্থানীয় শিক্ষাবিদদের ভাষ্যমতে, শ্রেণীকক্ষে অবশ্যই বোরকা পরা উচিত নয়।

কলেজে সব শিক্ষার্থীদের নির্ধারিত পোশাকের স্বার্থে এবং পরীক্ষায় অসদুপায় বন্ধের জন্য শ্রেণীকক্ষে বোরকা পরিহার করা উচিত। মেঙ্গালুরুর সেন্ট জনস প্রি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ফ্রাঙ্কলিন বলেন, শিক্ষাব্যবস্থা যেখানে নিয়মানুবর্তিতা জড়িত, এর সঙ্গে ধর্মীয় বিষয়কে জড়িয়ে ফেললে হবে না। কর্নাটকের স্কুলগুলোতে ভগবত্ গীতা পাঠ্য করার প্রস্তাব গ্রহণের পর মেঙ্গালুরুতে একটি বেসরকারি কলেজের শ্রেণীকক্ষে বোরকার ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্বে রয়েছেন স্বয়ং কর্নাটকের মুখ্যমন্ত্রী সদানন্দ গোওদা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.