কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। আন্ধারে তোমায় জড়াইয়া বলিলাম-জান, আই লাভ ইউ, খাটের তলা হইতে ঠিক তখনই ডাকিলো বিলাই মিউ। সেইদিন চিপায়, খোদার কৃপায় ছিল না তখন কেউ, বেকুব কুত্তা পন্ড করিলো ডাকিলো ঘেউ ঘেউ। আৎকে উঠিয়া দুইজন দুইদিক, রোমান্স গেল যে থেমে, কুত্তা, বিলাই ও হিংসা করে তোমার আমার প্রেমে। কুত্তা বিলাই প্রেমের মর্ম তাহারা কি আর বোঝে? তোমার আমার প্রেম শুধু চিপা চাপা খোঁজে, তোমায় ভালোবাসিয়া মুখস্ত সকল পার্কের চিপা গলি, দুইদিনের এই ভালোবাসা সখি তিনদিনেই যাইবো ভুলি। গর্দভ মেয়ে সকলই আমায় দিয়াছো করিয়া উজার, বাকি রহিয়াছে এখনো আমায় অনেক খানি বোঝার। আজ বুঝোনাই কাল-পরশু ঠিকই তুমি বুঝিবে, কাঁদিবে হাতে হারিকেন লইয়া পথে পথে মোরে খুঁজিবে। পাইবেনা আর খুঁজিয়া মোরে তোমার চোখের জলে, তখন আমি পড়াইবো মাল্য অন্য কাহারো গলে। তবে কন্যা সাবধান হও সময় হাতে থাকিতে, চিপা চাপার কার্যকলাপ রাখিও কিছু বাকিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।