ওই পথে গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন আকবর শাহ থানার ওসি মো. আবদুর রাজ্জাক।
দীর্ঘক্ষণ মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকতে দেখে এক পুলিশ সদস্যকে পাঠান খোঁজ নিতে। গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ওই দুজন জানান, তারা ‘বড়’ অভিযানে আছেন।
এবার ওসি নিজেই গাড়ি থেকে নেমে ‘বড়’ অভিযানের সন্ধানে গিয়ে দেখেন আসলে ওই দুজন ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের আরেকজন দাঁড়িয়ে আছে ব্যাংকের দরজায়।
ব্যাংক থেকে বের হওয়া কোনো গ্রাহককে খেলনা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে তুলে টাকা কেড়ে নেওয়াই ছিল তাদের অভিযান।
পুলিশের উপস্থিতি টের পায়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ওই তিনজনের।
বৃহস্পতিবার বিকেলে নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম সংলগ্ন বেসিক ব্যাংক এর সামনে থেকে তিনজনকে ধরা হয়।
এরা হলেন- মোহাম্মদ বেলাল (২৪), বাবুল দাশ (৩৫) ও রাজেশ দাশ (২৮)।
ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন জনের মধ্যে বেলাল নিজেকে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার, রাজেশ সহকারী কমিশনার ও বাবুল ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে পরিচয় দেয়।
বেলাল নগরীর লালখান বাজার, রাজেশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ও বাবুল সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানান ওসি।
তিনি বলেন, এর আগেও চক্রটি একাধিকবার নগরীর বিভিন্ন এলাকায় একই উপায়ে ব্যাংকের বিভিন্ন গ্রাহককে তুলে নিয়ে টাকা কেড়ে নিয়েছে বলে স্বীকার করেছে।
এ ঘটনায় প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।