চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বেশ কিছু ছাত্রের জোর পূর্বক হলের ভেতরে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক রণজিৎ কুমারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে চুয়েট প্রশাসন। ছাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করে রণজিৎ কুমার বলেন, 'মেয়েদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।'বেশি কিছু বললে............. চুয়েট ক্যাম্পাসে বেশ কিছু দিন ধরেই কিছু ছাত্র প্রতিনিয়ত ছাত্রীদের টিজ করে আসছিল। এ ব্যাপারে সংবাদ পরিবেশনে তৎপর হওয়ায় চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের রেজাউল করিম মিঠু সাংবাদিকদের সংবাদ পরিবেশন না করতে হুমকি দেয়। পরবর্তী সময়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর বখাটেদের নেতৃত্বে থাকা ও ছাত্রী হলে প্রবেশের পরিকল্পনাকারী রেজাউল করিম মিঠু চুয়েট গেটের সামনে জনকণ্ঠের চুয়েট প্রতিনিধিকে গালিগালাজ ও কালের কণ্ঠের সাংবাদিককে মারধর করে। এর আগেও মিঠু ২০১০ সালে এক নিরীহ ছাত্র হাবিব উল্লাহকে পুরকৌশল ভবনের সামনে মারধর করার সময় শিক্ষকদের কাছে হাতেনাতে ধরা পড়ে। কালের কন্ঠ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।