চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসেনের দুর্যোগের আশঙ্কায় সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দাপ্তরিক কাজ চলছে।
একই আশঙ্কায় বুধবারও কাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ ছিল।
তবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ক্লাস ও পরীক্ষা যথারীতি চলছে বলে জানিয়েছেন, জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক বলেও তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।