আমাদের কথা খুঁজে নিন

   

মাঠে নেমেছে ফেন্টাষ্টিক ফাইভ

ঢাকা মেট্রপলটন পুলিশ ও বাকশালী সরকারের অন্যান্য বাহিনীর মকাবেলা করতে মাঠে নেমেছে বৃহত্তর জামায়াতে ইসলামীর হরতাল শাখার বিশেষ স্কোয়াড ফেন্টাষ্টিক ফাইভ। বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার নায়েবে আমীর রুহুল কবীর রিজভীর নেতৃত্বে আজ মাঠে নামে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বাহিনী। এ বেপারে ঢাকা মেট্রপলটন পুলিশের সংগে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ফেন্টাষ্টিক ফাইভের কারনে পুলিশ বাহিনী বিপর্যস্ত। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছি। নাম প্রকাশ না করার শর্তে আরেক পুলিশ কর্মকর্তা মতিকণ্ঠকে বলেন, বিএনপি যে হার্ড লাইনে যাবে তা আমরা আন্দাজ করেছিলাম, কিন্তু এতটা হার্ড লাইন আশা করিনি।

তারা তাদের সর্বাপেক্ষা নৃশংস ও ভয়ানক অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। ফেন্টাষ্টিক ফাইভের অপর সদস্যরা হলেন বিএনপি শাখার পাপিয়া পাণ্ডে, রানু পাণ্ডে, হীরা পাণ্ডে ও শাম্মী পাণ্ডে। মহিলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ফেন্টাষ্টিক ফাইভের মহিলা সদস্যরা ২০ জন মহিলা পুলিশের সমান। তাদের কাছে আমরা অসহায়। এ বেপারে রুহুল কবীর রিজভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।

আমরা সরকার নামানর এক দফা আন্দুলনে মাঠে নেমেছি। পিছাইয়া আসার সুযোগ আমাদের নাই। ফেন্টাষ্টিক ফাইভকে ঘাটাবেন না। পরিনাম শুভ হবে না। পকেট থেকে ছোলা, ডিম ও হরলিক্সের ফর্দ বের করে রিজভী বলেন, পাণ্ডেরা নিয়মিত ভাল ভোজন করে ও বেয়াম করে।

তারা একাই পাচ দশটা এডিসি হারুনের মাজা বেকা করে দিতে সক্ষম। আর মহিলা পুলিশকে তারা গননায় ধরে না। ফেন্টাষ্টিক ফাইভের মকাবেলা করতে ৮০ জন মহিলা পুলিশ নিয়োজিত করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমদ বলেন, আরও মহিলা পুলিশ পাঠাইতাম। কিন্তু নিজের আত্মরক্ষার জন্য কিছু মহিলা পুলিশ কার্যালয়ের বাইরে মোতায়েন করেছি। ফেন্টাষ্টিক ফাইভের হাত থেকে আমাকেও তো বাচতে হবে।

ফেন্টাষ্টিক ফাইভের মাত্র একজন সদস্যকে কাবু করতে আজ মহিলা পুলিশ দল গলদঘর্ম হন। রানু পাণ্ডেকে জাপটে ধরে কাবু করতে গেলে তিনি চিতকার করে বলেন, সিংহের মামী আমি নরহরি দাশ, ৫০ চিকেনে মোর এক এক গ্রাস। ফেন্টাষ্টিক ফাইভের অপর সদস্য পাপিয়া পাণ্ডে পুলিশের একটি গাড়ি তুলে আছাড় মারেন। এতে শরীফা নামে এক নারী কনষ্টেবল আহত হন। এটা একটা কপি পেস্ট পোস্ট।

মূল পোস্ট এখানে : Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.