আমি আমার মেয়েদের স্কুলের ছড়ার লাইন একটু বলতে চাই
ঘুম থেকে উঠা চাই
নিয়মিত সকালে,
খেলাধূলা করা চাই
প্রতিদিন বিকালে।
সারাদিন নাওয়া খাওয়া
লেখাপড়া স্কুল,
বেলা শেষে মাঠে যাওয়া
করে যাবে নিভূল ।
যদি এই নিয়মের সাথে তুমি চলবে
তবে সব পরীক্ষায় ভালো তুমি করবে।
আমার হঠাৎ করে মনে প্রশ্ন জাগলো এই নিয়ম আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে আমরা কখনো বাস্তবায়ন করতে পার বো কি?
সুন্দর মাঠ, সুন্দর পরিবেশে বাচ্চারা খেলা করবে, বড় হবে ----ভাবতেই
ভালো লাগে ।নিজের ছোট বেলার কথা মনে পড়ে যায়, কখনো মাঠে যাওয়া মিস করতাম না। মাঠে যাওয়ার জন্য স্কুলের পড়া দুপুরেই শেষ করতাম--------ভাবতেই পারতাম না মাঠে যাওয়া একদিনের জন্য বাদ যাবে। আর সেখানে আমার মেয়েদের মাঠের বদলে নিয়ে যাই Pizza Hut এ Play Ground এ খেলা করার জন্য, এই যান্ত্রিক ঢাকা শহরে এখানেও বাচ্চারা খেলার আগ্রহ হারিয়ে ফেলে ট্রাফিক জাম আর স্বল্প পরিসরে খেলার জায়গার জন্য।বাচ্চাদের মানসিক আর শারীরিক বিকাশের জন্য আমরা তাহলে কি করতে পারি-------------------?
আপনার মন্তব্য >>>>>>>কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।