আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ
দেশের মানুষ দেশের মালিক
সংবিধানে লিখা
ভোটের সময় কে দেবে ভোট
দেবেন নাকি কাকা,
জোট ভেঙ্গেছে ভোট করিবে
বিরোধী দল বাঁকা
খালি মাঠে এমন সুযোগ
গোল করিবে ফাঁকা,
ফাঁকা মাঠে বাঁকা পথে
জয় করিবে ভোট
শান্তির নামে ভ্রান্ত পথে
শয়তান বাঁধে জোট,
জোট বাঁধিয়ে লুঠ করিবে
দেশের সম্পদ প্রাচার
অনাচারে অবিচারে
কাঁদো মানুষ আবার,
সময় থাকতে জাগো বন্ধু
জাগো আরেকবার
শয়তানদের রুখ্তে হলে
গর্জে উঠো আরেকবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।