মাত্র ৬৬ মিনিট ধরে চলা লড়াইয়ের ফলাফল ৬-৩, ৬-৪। দ্বিতীয় রাউন্ডের খেলা হলেও প্রথম রাউন্ডে খেলতে না হওয়ায় টুর্নামেন্টে এটাই ছিল ফেদেরারের প্রথম ম্যাচ।
গত মাসে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর গত সপ্তাহে জার্মান টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে যান ফেদেরার।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম ও ৭টি উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার অনেক দিন ধরেই ছন্দে নেই। পুরুষদের টেনিসের সফলতম খেলোয়াড় এ বছর মাত্র একটি শিরোপা জিতেছেন।
তা-ও সেটা উইম্বলডনের আগে এক প্রস্তুতি টুর্নামেন্টে।
ফাইনালে উঠেছেন আর একটিতেই, রোম মাস্টার্সে। সেখানে হেরে যান দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের কাছে।
ধারাবাহিক ব্যর্থতার কারণে দশ বছর পর র্যাঙ্কিংয়ের সেরা চারের বাইরে ছিটকে পড়েছেন ফেদেরার। সাফল্যের আশায় সুইস ওপেনে র্যাকেট পাল্টে খেলতে নেমেছিলেন।
কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।