চুপ! অ শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে ইদানীং ব্লগ খুললেই দেখা যায় কেবল বৃষ্টির পোস্ট, বর্ষামাতাল মানুষেরা ভালোলাগা বৃষ্টিদিনে মোহাবিষ্ট হয়ে নানান লেখা দিচ্ছে! লেখালেখিতে আমি কাঁচা, চিত্রগ্রাফীও আমার শখ বা পেশা কোনটাই নয়; তবে আমিও বৃষ্টিবিলাসী মানুষ! চতুরে বন্ধু ফাচৌমি-র বৃষ্টির পোস্টে একটি বাদল দিনের ছবি দিতে গিয়ে তার ফটোব্লগের অনুরোধে মনে হলো তবে হয়ে যাক- বৃষ্টির দিনের ফটোব্লগ! তবে বিপত্তি ঘটল পরে,ছবি পাওয়া যাচ্ছে না! বৃষ্টিদিনে ভিজেছি তো প্রচুর, কিন্তু ছবি নেই কেন! আররে, আকাশে মেঘের ঘনঘটা দেখলেই যে ক্যামেরাটা ব্যাগবন্দী হয়ে যায়, আমার নন প্রো ক্যামেরায় তো বৃষ্টিতে ছবি তোলা যায় না! মনটাই খারাপ হয়ে গেল! মনে পড়ল ২০০৬ বা ২০০৭ এ আমি আর অনিন্দিতা টার্মব্রেকে একটা রিপোর্টের কাজে টানা এক মাস ঘুরে বেড়িয়েছি বাংলার পাহাড়ে-পর্বতে কিন্তু ওই ফোল্ডার খুলেও দেখি বৃষ্টির ছবি নেই।হা হা হা, তখন ছিল ঘোর বরষা; আকাশে মেঘের ঘনঘটা দেখলে দুজনের মন খারাপ হয়ে যায়; আজ বুঝি আর খাসিয়াপল্লীর সার্ভেটা হলো না, সিলেট আসাটা বুঝি নিস্ফলা হলো- এ রকম আরো কত কী! তুমুল বৃষ্টিতে ক্যামেরা বাঁচাতে বর্ষাতি চাপিয়ে দুজনে মাধবকুন্ডের রাস্তায় হেঁটে বেড়াই, ট্যুরিস্টরা অবাক চোখে তাকিয়ে থাকে কেন আমরা বৃষ্টিতে কোথাও আশ্রয় নিচ্ছি না! অথবা মাঝে মাঝে আশ্রয় নিতাম বান্দরবনের কোন মুরং গৃহে, আর বৃষ্টি খানিক ধরে এলেই পাহাড়ী পিচ্ছিল রাস্তা ধরে এগিয়ে চলা; মাঝে মাঝে বিস্ময়াভিভূত হয়ে বৃষ্টিজলে ধোয়া প্রকৃতির দিকে তাকিয়ে থাকা! আহ! বকবক করে ফেলেছি অনেক, এবার আসল পর্বে- একদিন বৃষ্টিতে পাগল পাগল হয়ে ছাতা মাথায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে, সেদিনের তোলা কিছু ছবি; উৎসর্গ করলাম আমার বৃষ্টিমাতাল সকল বন্ধুকে- আ বরষা মানে না, ঝরছে জলধারা জানি না জানি না কাটবে কি ঘনঘটা ক আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম খ মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা বৃষ্টি কি তার ছন্দ জেনেছে, শ্রাবণ কি তার মন্ত্র বলেছে! গ বৃষ্টি পড়ে অঝোর ধারায়---- ঘ একদিন বৃষ্টিতে বিকেলে--- ঙ বৃষ্টি ভেজা আঁধার আলো করে নাও, ঘুমটা আজকে না হয় ছুটি দিয়ে দাও চ বৃষ্টি পড়ে মনে মনে বৃষ্টি পড়ে আলিঙ্গনে ছ বৃষ্টিভেজা এ বেলায় আমি তো স্বাধীন রংধনুর রঙ এর মেলায় এল নতুন দিন জ বৃষ্টি ভেজা গাছগুলো সব আনন্দ উত্থান বৃষ্টি ধোঁয়া সবুজ পাতা,বর্ষা অনুভুতি ঝ শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম (আমার প্রবাসী বন্ধু কাননের তোলা আমাদের স্থাপত্য বিভাগের সামনের ছবি) ঞআমার নিশীথ রাতের বাদল ধারা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।