আমাদের কথা খুঁজে নিন

   

বাদল নামো বাদল নামো

ডুবোজ্বর

১৯০৩০৯ একটি কান্না ছড়িয়ে রেখেছি মেঘে একটি কান্না জমালাম চোখে জেগে বাদল নামো বাদল নামো বাদল নামো এইদূর বৈশাখে আমাদের হাতে তিনটি জোনাকবাতি আমাদের হাত তো দুইটি হাতই ছিলো আমাদের আর একটি জোনাক ছিলো বাদল নামো তার পরিণাম বলো কখনো কেউ রক্তের যন্ত্রণা চিরে একটি গান তো মরে যায় মরে যায় পাতালের ছায়া ডেকে ডেকে একাকার আমার তোকে নিয়ে গেলো কোনখানে তুই কি কখনো শুনেছিলি স্বরলিপি আমার কাঁদন স্বরলিপি হয়ে গেছে তানপুরাটার ভারি তারটিতে সে এখন তো রোজ বাদলের গান করে বাদল নামো বাদল নামো দূর মন্দিরে কীর্তনীয়ার বাঁশি কার কীর্তন বাজে সে বাঁশির দেহে একলা ঘুমে শুয়েছে জলপাই বন লালপাতা তার কান্না লুকোয় শিরায় আমার কান্না বহুদূর মেঘে মেঘে বাদল নামো বাদল নামো বাদল নামো এলোকেশে এলোকেশে বিকেল ৩ টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।