আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রীর নতুন স্বর্ণপদক ও ডিগ্রী প্রাপ্তি এবং আমার আনন্দে আটখানা হওয়া।

গনতন্ত্রের শুদ্ধতা চাই 'বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারে বিশেষ অবদানের জন্য ফ্রান্সের রাজধানী প্যরিসে্র দোফিন ইউনিভার্সিটি এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে স্বর্ণপদক ও ডিপ্লোমা দেয়া হয়েছে' সুত্র- কালের কন্ঠ ও প্রথম আলো। এখন আমার কথায় আসি। আমাদের প্রধানমন্ত্রী মোট কয়টি ডিগ্রী ধারি তা আপনাদের জানা আছে কি? জানা থাকলে আমারে জানাইয়েন। সঙ্খাটা আত বর যে আমি ভুইলা গেছি। দুই নম্বর কথায় আসি প্রধান্মন্ত্রী কে অসংখ্য অভিনন্দন।

তিনি ডিগ্রী পাইছেন তাতে আমার কন ক্ষোভ নাই। আমার দেশের প্রধানমন্ত্রীর ট্রাঙ্ক ভরতি ডিগ্রী থাকলে আমার ই আনন্দ। বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রী আছে যে এত গ্যানী? কেউ নাই। কিন্তু সমস্যা হচ্ছে ডিগ্রী পাওয়ার মুল কারন্ টাই আমি ধরতে পারছিনা। ,বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার এর জন্য তিনি এই ডিগ্রী টা পাইলেন।

কিন্তু ভআই আমার কাছে তো মনে হইতাছে গনতন্ত্র আগের আর এখনকার মধ্যে কন পারথক্য নাই। তাইলে পুনরুদ্ধার হইল কাম্নে? আমিত কিছুই দেহিনা। আপনারা যদি দেখতে পান তাইলে পিলিজ আমারে চউক্ষে আঙ্গুল দিয়া দ্যাখাইয়া দিয়েন। মাননীয় প্রধান্মন্ত্রী, আপনি এত গুন ধারী হয়েও এই দেশটাকে বেগুন এর মত চালাচ্ছেন ক্যান তা আমার বধগম্য হচ্ছে না। অবশ্য আমি মূর্খ মানুষ আমার বধগম্য না হয়াই স্বাভাবিক।

কিন্তু আমার স্বল্প বুদ্ধি মনে করে। যেহেতু আপনার এত ডিগ্রী দেশের কোন কাজেই আসছেনা বরং প্রতি ডিগ্রী আনার কাজে আমার দেশের মুল্যবান কিছু অর্থ গড় গড় করে গড়িয়ে যাচ্ছে। সুতরাং জনদরদী নেত্রি হিসেবে আপনার আই ডিগ্রী গুলান কেজি দরে বিক্রি করে টাকাগুলা দেশের গরিব দের মধ্যে বিলায়া দ্যান তাতে অন্তত কিছু উপকার করা যাবে ডিগ্রী গুলান দিয়া। শেষে অন্তত শান্তিতে পরপারে যাইতে পারবেন এইটা চিন্তা কইরা যে- কিছু করতে না পারলেও ডিগ্রী গুলান দিয়া মানুষ এর উপকার করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.