শাফিক আফতাব---- অন্তরঙ্গ বন্ধু আমার, আসলে তুমি নিজেও আমার পতনে খুশি হও ; তুমিও চাও ; আমার জীবনে, এই রাজ্যে ; আমার সাম্রাজ্য কোন্দলে মুখরিত হোক ; তুমিও চাও, নবাব সিরাজউদ্দৌলার মতোন আমারও শোচনীয় পরাজয় হোক ; ক্ষুধার তাড়নায় পান্তা চেয়ে খাই কোনো হাভাতে বঁধুর ঘরে, আমার বিপদে তুমিও দাঁত কেলিয়ে হাসতে চাও। পারোনা, তুমি বেদনভূক কর্মচারি বলে, আমি তো জানি, তোমার মনের ক্যানভাসে কত বিচিত্র চিত্র উদিত হয়, এই তুমি এই রাজবাড়ীর ডালভাত খেয়ে বড় হলে ; আর তাই এই রাজবংশের সমূহ ক্ষতি তোমার দ্বারাই সম্ভব । বাহিরে তোমাকে দুধের ননীর মতো কত পবিত্র মনে হয়! অথচ রাজপ্রাসাদ অতিক্রম করেই তুমি অকথ্য গালিগালাজে মুখরিত স্বাস্থ্যবতী বাতাস, তুমি কুর্ণিশ করে শ্রদ্ধা জানাও, অথচ মনে মনে বলো ‘শালার পুত, আর কতদিন বাঁচবি’ ? দুর হও।......... এসব জেনেও আমি তোমার সাথে পথ চলি, তোমাকে ভালোবাসি।.......... ১১.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।